বয়স বাড়লে মেয়েদের ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দেয়। যার মধ্যে অন্যতম হল বলিরেখার সমস্যা। মেয়েদের ক্ষেত্রে তিরিশের পর থেকে ত্বকে বলিরেখা দেখা দিতে থাকে। অনেক ক্ষেত্রে ত্বকে যত্ন না নেওয়ার ফলেও এই সমস্যা দেখা দেয়। তবে সাধারণত বয়সজনিত কারণেই মেয়েদের মধ্যে এই সমস্যা দেখা দেয়। তবে মেকআপের মাধ্যমে এই বলিরেখা ঢাকার উপায় রয়েছে। কিন্তু মেকআপ ব্যবহার করে বলিরেখা ঢাকার উপায় কী? বলিরেখা এড়িয়ে চলতে ত্বকের যত্ন কীভাবে নেওয়া উচিত?
এই সকল প্রশ্নের উত্তর দেবেন মেকআপ আর্টিস্ট মৌসুমী দাস।
মেকআপ আর্টিস্ট মৌসুমী দাস বলেছেন, মেয়েদের ক্ষেত্রে তিরিশ বছরের পর থেকেই মুখের বলিরেখা দেখা দেয়। তবে ত্বকের যত্ন নিলে বলিরেখা আসে না। আমারা বাড়িতে হানি ও পাপায়া ত্বকে ব্যবহার করতে পারি। এছাড়াও ত্বকের ক্লিনজিং ও টোনিং করতে হবে তাহলে বলিরেখা তাড়াতাড়ি আসে না।
মেকআপ করার সময় বাড়তি খেয়াল রাখতে হবে তাই বলিরেখার দিকে। বলিরেখা ঢাকার জন্য প্রথমেই ত্বকে ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে হবে। বয়স বাড়লে সবার আগে বলিরেখা দেখা যায় চোখের তলায় আর কপালে। তাই চোখের তলায় ও কপালের বলিরেখা ঢাকার জন্য প্রাইমার ব্যবহার করতে হবে। এবার চোখে তলায় যেখানে বলিরেখা দেখা দিয়েছে সেখানে কনসিলার লাগাতে হবে। তবে বয়স্কদের ত্বকে সব সময় লিকুইড কনসিলার ব্যবহার উচিত। তারপর আই শ্যাডোর জন্য পাউডার ব্যবহার করতে হবে।
হাইলাইটার ব্যবহার করতে হবে আইব্রো’র নীচের অংশে আর ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে ক্রিজ লাইন বানিয়ে নিতে হবে। এবার ত্বকে ওয়েল প্রাইমার ব্যবহার করতে হবে। প্রাইমারের পর ত্বকের কালার কারেকশন করে নিতে হবে। তারপর ফাউন্ডেশন ব্যবহার করতে হবে। ত্বকে ফাউন্ডেশন ভালো করে ব্লেন্ড করতে হবে। ফাউন্ডেশনের উপর কমপ্যাক্ট ব্যবহার করতে হবে।
এবার আই ব্রো মেকআপ করে নিতে হবে। আই মেকআপের জন্যে আই ব্রো মেকআপ করা খুব জরুরি। তারপর কনটোর করে নিতে হবে। তারপর ব্লাসার ব্যবহার করতে হবে। আই মেকআপের জন্যে মাস্কারা ব্যবহার করতে হবে। এবার হাইলাইটার ব্যবহার করতে হবে মুখের উঁচু জায়গা গুলোতে। লিপস্টিক সব সময় লাইট কালার ব্যবহার করতে হবে। মেকআপ রেডি হওয়ার পর জরুরি ফিক্সিং স্প্রে।