Makeup Tips: ভ্যালেন্টাইন ডে-র স্পেশ্যাল লুক কেমন হবে?

ভ্যালেন্টাইন ডে-র স্পেশ্যাল লুক কেমন হবে? নাইট পার্টির রোমান্টিক লুক কীভাবে পাবেন? নো-মেকআপ লুকের প্রিপারেশন কেমন হবে? প্রেমের দিনের বিশেষ সাজে লাল ছাড়াও আর কী কী শেড বেছে নিতে পারেন? ভ্যালেন্টাইন ডে স্পেশাল টিপস দিলেন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট পঙ্কজ বিশ্বাস।

 

হাইলাইটসঃ
১। ভ্যালেন্টাইন ডে-র স্পেশ্যাল লুক কেমন হবে?
২। -মেকআপ লুকের প্রিপারেশন কেমন হবে?
৩। মেকআপ দীর্ঘস্থায়ী করার জন্য কী করা উচিত?

 

ভ্যালেন্টাইন ডে স্পেশাল বিউটি টিপস:

১। যারা কাজের জন্য বাইরে ট্রাভেল করেন, তারা নিজেদের ব্যাগে সবসময় লিপস্টিক, মাসকারা ও পাউডার ফাউন্ডেশন রাখবেন।
২। সুন্দরভাবে ভুরু আঁকবেন।
৩। তৈলাক্ত ত্বকের জন্য কমপ্যাক্ট পাউডার খুব ভালো।

ভ্যালেন্টাইন ডে স্পেশাল সাজ:

১। জায়গা অনুযায়ী সাজতে হবে। কেউ অফিসে গেলে তার সাজ আলাদা হবে এবং কেউ ঘুরতে গেলে তার সাজ আলাদা হবে।
২। এই দিনের জন্য ছিমছাম সাজ খুব ট্রেন্ডিং
৩। হালকা ফাউন্ডেশন ব্যবহার করুন
৪। শাড়ির সঙ্গে টিপ পরতে পারেন
৫। রাতের সাজে হাইলাইটার, ডার্ক লিপস্টিক ব্যবহার করতে পারেন
৬। আউট কার্ল হেয়ারস্টাইল করতে পারেন

নো-মেকআপ মেকআপ লুক:

অনেকেই নো-মেকআপ মেকআপ লুক খুব পছন্দ করেন। তারা ভালো কন্সিলার ব্যববার করুন, এরপর ত্বক অনুযায়ী অল্প ফাউন্ডেশন, হালকা রঙের লিপস্টিক ও ওয়াটার প্রুফ মাসকারা ব্যবহার করুন।

পুরুষদের বিশেষ লুক:

১। অবশ্যই হেয়ারস্টাইল করুন
২। খুব অল্প ফাউন্ডেশন ব্যবহার করুন
৩। মশ্চারাইজার ও কম্প্যাক্ট পাউডার ব্যবহার করুন
৪। লিপবাম ব্যবহার করুন
৫। পোশাক অনু্যায়ী সাজুন

মেকআপ দীর্ঘস্থায়ী করার জন্য কী করা উচিত?

১। ভালো মেকআপ প্রোডাক্ট ব্যবহার করুন
২। ওয়াটার প্রুফ মেকআপ প্রডাক্ট ব্যবহার করুন
৩। ত্বক অনুযায়ী মেকআপ করুন

এটা শেয়ার করতে পারো

...

Loading...