টিনএজার মেকআপ টিপস

টিনএজে সবই ঝলমলে, ত্বক থেকে মন। বয়ঃসন্ধিতে স্বাভাবিক সৌন্দর্য এমনিতেই নজর কাড়ে। তাই বেশি সাজ বা মেকআপের দরকার পড়ে না। কিন্তু পার্টি, পিকনিক, হ্যাংআউটস কিংবা বিয়ে বাড়িতে ইচ্ছে করে অন্যরকম সাজে সেজে ওঠার। তাই দরকার মেকআপের। কিন্তু টিনএজারদের মেকআপ একটু আলাদা। চড়া মেকআপের বদলে হালকা বা লাইট মেকআপই তাদের বেশি মানায়। কেমন হবে টিনএজারদের মেকআপ?

এই সম্পর্কে জানিয়েছেন মেকআপ আর্টিস্ট বিভাস জানা

মেকআপ আর্টিস্ট বিভাস জানা(Bivas Jana)-এর মতে, টিনেজারদের লাইট মেকআপেই সবচেয়ে বেশি মানায়। তাই তাদের মেকআপ করার আগে অবশ্যই কারুর সাজেশন নিয়ে নেওয়া উচিত। কোনও অনুষ্ঠান বা বন্ধুর বাড়িতে যাওয়ার আগে তারা সামান্য মেকআপ করতে পারেন। অনেক সময় মুখের এলার্জি ঢাকার জন্য মেকআপ ব্যবহার করা হয়। কিন্তু এই কাজ করলে এলার্জি আরও বেড়ে যেতে পারে। তবে সূর্যের রশ্মির থেকে ফেসকে বাঁচাতে সান্সস্ক্রিন ব্যবহার করা যেতে পারে।

মেকআপ করার আগে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। তারপর ব্রাউন কালার ব্যবহার করে আইশ্যাডো করে নিতে হবে। আইব্রোর জন্যে ব্ল্যাক কালার। এবার মাস্কারা ব্যবহার করতে হবে আর, গালে ব্লাশার। লিপস্টিক লাইট কালার ব্যবহার করতে হবে। খুব সহজেই, মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে করে নেওয়া যাবে এই মেকআপ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...