ট্যান স্কিনে মেকআপ করার উপায়

গ্ৰীষ্মকালে ত্বকে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। যার মধ্যে অন্যতম হল ট্যান স্কিনের সমস্যা। রোদের তাত, কাজের প্রয়োজনে তাপে ঘোরাঘুরিতে গায়ের রং রোদে পুড়ে তামাটে হয়ে যায়।  ট্যান স্কিনে মেকআপ করা খুবই কঠিন হয়ে যায়। কারণ ট্যান স্কিন থেকে খুব সহজেই মেকআপ উঠে যায়।

ট্যান স্কিনে মেকআপ করার পদ্ধতি দেখালেন মেকআপ আর্টিস্ট রেশমি দত্ত সরকার।

মেকআপ আর্টিস্ট রেশমি দত্ত রায় বলেছেন, সঠিক মেকআপ প্রোডাক্ট ব্যবহার করলে ত্বকের ক্ষতি হওয়ার সম্ভাবনা কমে যায়। তাই জন্যে সব সময় ত্বকে সুট করবে এমন প্রোডাক্ট ব্যবহার করতে হবে। গরমকালে অনেকের মেকআপ উঠে যায়। মেকআপ প্রোডাক্ট ঠিকভাবে ব্যবহার না করতে পারলেই এই সমস্যা হয়। তবে ট্যান স্কিনে সব সময় লাইট মেকআপ ব্যবহার করতে হবে। এছাড়াও স্কিনে ট্যান থাকলে বাইরে বেরোনোর আগে সান্সস্ক্রিম লাগিয়ে নিতে হবে, ছাতা ব্যবহার করতে হবে, আর প্রচুর পরিমাণে জল খেতে হবে তাহলেই স্কিন ভালো থাকবে।

ট্যান স্কিনে মেকআপ করার পদ্ধতি দেখাতে চলেছেন মেকআপ আর্টিস্ট রেশমি দত্ত রায়।

ট্যান স্কিনে মেকআপ করাটা একটু কঠিন। কারণ ট্যান স্কিনে মেকআপ লাগানোর পর সেটা খুব সহজেই উঠে যায়। তাই মেকআপের আগে একটা ফেস মিস্ট ব্যবহার করতে হবে। তারপর ওয়াটার বেস ময়েশ্চারাইজার ব্যবহার করে নিতে হবে। ময়েশ্চারাইজারের পর প্রাইমার ব্যবহার করতে হবে। এবার কনসিলার দিয়ে বেস মেকআপ করে নিতে হবে। কনসিলার ব্যবহার করার পর আরও একবার ফেস মিস্ট ব্যবহার করতে হবে। তার উপর পাউডার লাগাতে হবে। তারপর কনটোর করে নিতে হবে। কনটোর করার পর ব্লাশার ব্যবহার করতে হবে। তারপর হাইলাইটারের মাধ্যমে হাইলাইট করে নিতে হবে।

এবার আইব্রো কালার করতে হবে। তারপর মাস্কার ব্যবহার করে নিতে হবে। মাস্কারার পর চোখে আই শ্যাডো ব্রাশ করতে হবে। তারপর লিপস্টিক। এই লং-লাস্টিং মেপআপ করতে সময়ও খুব বেশি লাগে না। হাতে ১৫ মিনিট সময় থাকলেই হল।  

এটা শেয়ার করতে পারো

...

Loading...