হাতে সময় কম কিন্তু চাই পারফেক্ট মেকআপ (Perfect Makeup), এমন পরিস্থিতিতে সহজ কিছু ট্রিকস (Makeup Tricks) হয়ে উঠতে পারে গেম চেঞ্জার। মেকআপ তোলার (Makeup Remove) সময় কোন ভুল এড়িয়ে চলবেন? সেরা মেকআপ হ্যাক (Makeup Hacks) টিপস দিলেন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট প্রদীপ পোদ্দার (Pradip Podder, Profesional Makeup Artist)
মেকআপ আর্টিস্ট প্রদীপ পোদ্দার জানিয়েছেন, প্রতিদিনের মেকআপ হালকা হলেই ভাল। লাইট ফাউন্ডেশন, ডাস্ট পাউডার এরকম নানা অপশন আছে। স্কুল, কলেজ, অফিস যাওয়ার আগে ব্যবহার করা যেতে পারে।
বর্ষায় বৃষ্টিতে মেকআপ ধুয়ে যাওয়ার একটা সমস্যা থাকে। তবে তার চেয়েও বেশি সমস্যা হয় গরমে আর রোদে। তীব্র গরমে শরীরও গরম হয়ে যায় তখনও মেকআপ ধুয়ে যায়। বৃষ্টিতে অসুবিধা সে তুলনায় কম। পাউডার বেসড লাইট মেকআপ এই সমস্যা থেকেও বাঁচায়।
ঘাম হলেই টিস্যু দিয়ে পাফ করে নিতে হবে। ঘামের ওপর আবার মেকআপ চাপালে মেকআপ কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মাথায় রাখতে হবে মেকআপ হল একটা আর্ট। সেটার জন্য যত্ন লাগে। কিছু স্টেপ ফলো করতে হয়, সেগুলো বাদ দিলে মেকআপ সম্পূর্ণ হয় না। একবার স্টেপ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আবার তার ওপর মেকআপ চাপালে তা ফেটে যায়। দীর্ঘস্থায়ী হয় না। বলিরেখা দেখা যায়। মেকআপ করতে হবে পাতলা লেয়ারে। স্কিনের সঙ্গে মিশিয়ে।
মেকআপ শুরুর প্রথম ধাপ নিজেকে যত্ন করা। জল ফল খেতে হবে, তেল মশলা জাতীয় খাবার এড়িয়ে চলাই ভাল। ত্বকের কালো দাগ মেকআপ দিয়ে ঢাকা যায় কিন্তু চর্ম রোগ মেকআপে লোকানো যায় না। তাই ভিতর থেকে যত্নের প্রয়োজন।
মেকআপ করার মতো মেকআপ তোলারও কতগুলো ধাপ আছে। প্রথমেই জল দিয়ে মুখ ধুতে হবে। ঘরোয়া টোটকায় হালকা গরম জলে একটু কর্পূর ফেলে তুলো বা ড্রাই টিস্যু দিয়ে পুরো মুখ পরিষ্কার করা যেতে পারে। কেমিক্যাল এড়িয়ে ঘরোয়া পদ্ধতি যত ব্যবহার করা যায় ততই ভাল।
চটজলদি রেডি হওয়ার জন্য আগে মুখ জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর টোনার লাগাতে হবে। তারপর বেস মেকআপ। আই শ্যাডোও হবে হালকা। কাজলও হালকা।
চোখে কাজল পরার একটা টেকনিক আছে। হোয়াইট কাজল দিয়ে চোখটাকে সুন্দর করে পিজন করতে হবে। তারওপর ব্ল্যাক, গ্রিন বা জেল কাজল ব্যবহার করা যায়। জেল অনেক সময় ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার ওপর যে কোনও পাউডার আইশ্যাডো স্ম্যাজ করে নিলে ঠিক হয়ে যায়। হালকা লিপস্টিক দিলেই সাজ রেডি।