কথায় আছে, মুখই মনের আয়না। কিন্তু সকলের মুখের গঠন এক রকম হয় না। বিশেষ করে পাফি ফেস বা মুখে ফ্যাট থাকে তাহলে তারা যদি এক্সারসাইজের সেই ফ্যাট কমাতে পারবেন। কিন্তু মেকআপ ব্যবহার করলে সহজেই ঢেকে ফেলা যায় পাফি ফেস। তাই মেকআপের মাধ্যমে পাফি ফেস ঢাকার পদ্ধতি দেখালেন মেকআপ আর্টিস্ট পূজা দত্ত।
মেকআপ আর্টিস্ট পূজা দত্ত বলেছেন, পাফি ফেস বা গালের ফ্যাট কমানোর জন্য বিভিন্ন ধরনের এক্সারসাইজ রয়েছে। কিন্তু সব সময় এই ধরনের এক্সারসাইজ করা সম্ভব নয়। তবে খাদ্য তালিকায় পরিবর্তন করেও পাফি ফেস কমানো যায়। এছাড়াও যদি চটজলদি মেকআপ ব্যবহার করেও পাফি ফেস ঢেকে ফেলা যায়। যার জন্যে কনটোর করতে হবে। শুধু মাত্র পাফি নয়, মেকআপের মাধ্যমে ফোলা চোখেরও সৌন্দর্য বাড়িয়ে তোলা যায়। যেহেতু অত্যাধিক পরিমাণে জাঙ্ক ফুড খাওয়ার ফলেই শরীরে ফ্যাট তৈরি হয়। তাই অবশ্যই জাঙ্ক ফুড খাওয়ার পর গরম জলে লেবু মিশিয়ে খাওয়া যেতে পারে। এর ফলে শরীরে ফ্যাট তৈরি হওয়ার সম্ভবনা কমে যাবে।
পাফি ফেসে মেকআপ করার সময় আগে সি.টি.এম করে নিতে হবে। তারপর ত্বকে ফাউন্ডেশন ব্যবহার করতে হবে। বিউটি ব্লেন্ডার অথবা ময়েশ্চারাইজারের সঙ্গে মিশিয়ে ত্বকে ফাউন্ডেশন লাগিয়ে নেওয়া যেতে পারে। তবে এই ধরনের মেকআপের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ হল কনটোর করা। তাই বিউটি ব্লেন্ডারের মাধ্যমে কনটোর করতে হবে। কনটোর করার সময় স্কিন টোনের থেকে তিনটে শেড বেশি ডার্ক কালার ব্যবহার করতে হবে। কনটোর করার পর ত্বকে পাউডার অ্যাপ্লাই করতে হবে। শেষে লিপস্টিক ব্যবহার করে নিতে হবে।