ত্বকের রং অনুযায়ী কী মেকআপ করা উচিত?

ভাবছেন নতুন মেকআপ কিট কিনবেন। কিন্তু স্কিন টোন অনুযায়ী মেকআপ করবেন কীভাবে? শুষ্ক ও ওয়েলি স্কিনে কী ধরনের মেকআপ করা উচিত?

এই ধরনের মেকআপ করার উপায় জানিয়েছেন মেকআপ আর্টিস্ট শর্মিষ্ঠা ঘোষ রায়

মেকআপ আর্টিস্ট শর্মিষ্ঠা ঘোষ রায় বলেছেন, প্রথমে স্কিন ক্লিনজিং, টোনিংময়েশ্চারাইজিং করে নিতে হবে। টোনার আর ময়েশ্চারাইজার ত্বকে বসার জন্য কিছু সময় অপেক্ষা করতে হবে। তবে ময়েশ্চারাইজারের ব্যবহার হবে স্কিন অনুযায়ী। এবার প্রাইমার ব্যবহার করতে হবে। কিন্তু ওয়েলি স্কিনে সব সময় সিলিকন বা জেল বেস প্রাইমার ব্যবহার করা উচিত।

এরপর আসে স্কিনের কালার কারেকশন পর্ব। এর জন্য ওরেঞ্জ কালার কনসিলার ব্যবহার করতে পারেন। স্কিনের সব জায়গায় ব্লেন্ড করে কনসিলার লাগাতে হবে। তারপর ফাউন্ডেশন। ফাউন্ডেশন ব্যবহার করা সময় ভালো করে ব্লেন্ড করে নিতে‌ হবে।

মুখের সঙ্গে সঙ্গে গলায় ফাউন্ডেশন ব্যবহার করতে হবে। তারপর কনসিলার দিয়ে হাইলাইট করুন।ফাউন্ডেশন স্থায়ী করার জন্য পাউডার ব্যবহার করতে পারেন। মেকআপের উপর শেড করে বানিয়ে নিতে হবে। এবার ব্লাশার লাগান।  

আই মেকআপের জন্যে আই শ্যাডো প্রাইমার ব্যবহার করা যায়।  কনসিলার দিয়েও বেসটা বানিয়ে নিতে পারেন। ডার্ক ব্রাউন কালার ব্যবহার করে আই ব্রো শেড দিয়ে নিতে হবে। তারপর হাইলাইটার ব্যবহার করতে হবে চোখের আই শ্যাডো হাইলাইট করা জন্যে। খুব বেশি ডার্ক শেড ব্যবহার করা যাবে না। লাইট শেড করতে হবে। এবার কাজল অথবা লাইনার দিয়ে চোখের নীচে ও উপরে বর্ডার করে নিন। শেষে লাল, গোলাপী বা লালঘেঁষা যে কোনও লিপ কালার ব্যবহার করলেই মেকআপ রেডি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...