সাজতে চায় সবাই, কিন্তু সঠিক পদ্ধতি মানে মেকআপ করার নিয়ম সবাই জানেন না। মেকআপ করার আগে অবশ্যই ফেসের শেপ জেনে নিতে হবে। তাহলেই সঠিক ভাবে মেকআপ করা যাবে। তবে ফেস শেপ অনুযায়ী মেকআপ করার কিছু পদ্ধতি রয়েছে। এই পদ্ধতিগুলি দেখিয়েছেন মেকআপ আর্টিস্ট শর্মিলা গাঙ্গুলি।
মেকআপ আর্টিস্ট শর্মিলা গাঙ্গুলি বলেছেন, ভারতীয়দের মধ্যে সাধারণত চার ধরনের শেপ দেখতে পাওয়া যায়। ওভাল, রাউন্ড, স্কোয়ার আর ডায়মন্ড। এগুলোর মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় ওভাল আর রাউন্ড শেপ। তাই মেকআপ করার আগে মুখের শেপ বুঝে নিতে হবে। সেই অনুযায়ী মেকআপ করতে হবে। অফিসে খুব বেশি মেকআপ করতে লাগে না। এক্ষেত্রে হাইলাইটালিং, কনটোর, ব্লাশিং করে নিতে হবে। খুব সহজেই এই কাজগুলি করে নেওয়া যায়।
এবার ফেস শেপ অনুযায়ী মেকআপ করার পদ্ধতি দেখাতে চলেছেন মেকআপ আর্টিস্ট শর্মিলা গঙ্গোপাধ্যায়।
মেকআপ করার আগে ত্বক পরিস্কার করে নিতে হবে। তারপর ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। ময়েশ্চারাইজারের পর প্রাইমার লাগিয়ে নিতে হবে। এবার কালার কারেক্টিং করতে হবে। ত্বকের কালার কারেকশনের পর ফাউন্ডেশন ব্যবহার করতে হবে। ফাউন্ডেশন ব্যবহার করার পর কনটোর ও হাইলাইট করে নিতে হবে। তবে সব সময় জেল মেকআপ আগে ব্যবহার করে নেওয়ার পরেই পাউডার বেস মেকআপ ব্যবহার করতে হবে। এবার ক্রিম ব্লাশ ব্যবহার করে নিতে হবে। তারপর মুখের টি জোনে কমপ্যাক্ট পাউডার ব্যবহার করতে হবে। তারপর আবার কনটোর ব্যবহার করতে হবে।
আই মেকআপের জন্য যে কোনও কালার ব্যবহার করা যেতে পারে। আইব্রো মেকআপের জন্য কোনও কালার ব্যবহার না করলেও চলবে। শুধুমাত্র আইব্রো শেপ করলেই হবে। তার জন্যে আইব্রো জেল ব্যবহার করা যেতে পারে। এবার মাসকারা ব্যবহার করতে হবে। শেষে লিপস্টিক। তাহলেই মেকআপ রেডি।