ম্যাচিওর স্কিন মেকওভার ঠিক কী?

পারফেক্ট  ত্বকের রহস্য ম্যাচিওর স্কিন মেকওভার! কিন্তু  ম্যাচিওর স্কিন মেকওভার ঠিক কী? এই মেকওভার কি খুব খরচ ও সময় সাপেক্ষ? ঘরোয়া উপায়ে কীভাবে সম্ভব? নিজের ত্বকের মেকওয়ার কি নিজে করা যায় নাকি ভরসা পার্লার, স্যালোঁ? টিপস দিলেন  আইনজীবী, মডেল ও অভিনেত্রী  জান্নাতুল ফেরদৌস হালদার

মেকওভার বললেই আমরা ভাবি পার্লারে গিয়ে লুক বদল। সেটাই মেকওভার। কিন্তু জান্নাতুল জানিয়েছেন ত্বকের ক্ষেত্রে ব্যাপারটা একেবারেই তা নয়। সবচেয়ে আসল যেটা বিষয় তা হল স্কিনকে হেলদি রাখা। তারপর আসে তার মেকওভার পর্ব। স্কিন যত স্মুদ আর সুন্দর থাকবে মেকওভার ততটাই সুন্দর হয়ে উঠবে। তার জন্য চাইলে আপনি পার্লারেও যেতে পারেন আবার বাড়িতেও করতে পারেন। সেটা সম্পূর্ণ আপেক্ষিক ব্যাপার। আসল বিষয় হল ত্বকের ভাল থাকা। ত্বকের ধরন কেমন সেই অনুযায়ী কোনও প্রোডাক্ট বেছে নিয়ে মেকআপ করা।

স্কিন কে ভীষণভাবে হাইড্রেটেড রাখতে হবে। সঠিক মাত্রায় জল খাওয়া, মিনারেলস আছে এরকম খাবার খাওয়া। উইকলি একবার করে এক্সপ্লয়েশন করা। স্কিনের সঙ্গে মেলে এরকম ক্লিনজার আর টোনার ব্যবহার করা। অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে। এমনকি রান্না ঘরে গেলেও। কারণ রান্নার সময় ওভেন থেকে যে তাপ বের হয় তা যথেষ্ট ক্ষতিকর ত্বকের জন্য। সেটা থেকে বাঁচায় সানস্ক্রিন। ২৫ বছরের পর মহিলা পুরুষ নির্বিশেষে নিয়মিত ভিটামিন, ক্যালসিয়াম আর ফিশ অয়েল নেওয়া প্রচন্ড দরকার। এতে চুল, ত্বক, স্বাস্থ্য সবকিছুই ভাল থাকে।  ভিতর থেকে গ্লো দেখা গেলে আর হেভি মেকআপের দরকার পড়ে না।

মেকআপ ছাড়াই ত্বকের সুন্দর হয়ে ওঠার পিছনে অনেকগুলো কারণ থাকে। মানসিক দিক থেকে চাপমুক্ত থাকতে হবে। প্রশান্তি আনতে হবে মনে। বিশ্বাস করতে হবে 'হ্যাঁ, আমি সুন্দর'। প্রথমে নিজের সঙ্গে নিজে কমফোর্টেবল হতে হবে। তারপর আসে স্কিন কেয়ার। ময়েশ্চারাইজিং, টোনিং, ক্লিনজিং সবই। সঠিক খাওয়াদাওয়া, ঘুম, নিজের যত্ন এই সব কিছু পারফেক্ট হওয়ার পর আসে মেকআপের ব্যাপার। সুন্দর দেখানোর জন্য আপনি প্রচন্ড মেকআপ করছেন অথচ মানসিকভাবে খুশিতে নেই তাহলে চেহারাতেও তার প্রভাব পড়ে।

প্রোডাক্ট বাছার ক্ষেত্রে একটা জিনিস সব সময় মাথায় রাখতে হবে বিজ্ঞাপনের চমক দেখে নয়, নিজের জন্য যেটা জরুরি সেটাই নেওয়া উচিত। কিনতে যাওয়ার আগে অবশ্যই রিভিউ চেক ও রিসার্চ করে নিতে হবে।

প্রতিদিন ভারি মেকআপ ত্বকের জন্য হানিকর। মেকআপ করার পর তা ভাল ভাবে তুলতে হবে। নাহলে ওখান থেকেই ব্যাকটেরিয়া,  ব্রণ, ফুসকুড়ি, সংক্রমনের সমস্যা হয়। পার্লারে মেকআপ করতে গেলে আরও বেশি সচেতন থাকতে হবে। ডাবল ক্লিনজিং করা উচিত। মেকআপের আগে এবং পরে দুই ক্ষেত্রেই।

তবে ত্বকের যত্নের আগে নিজের যত্ন নিতে হবে। মানসিক শান্তি, আর আভ্যন্তরিন সুস্থতার খেয়াল রাখতে হবে। সেটাই আসল সৌন্দর্যের চাবিকাঠি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...