নো মেকআপ লুকেও কি ক্রিমি গ্লো পাওয়া সম্ভব?

মুখে মেকআপের লেশমাত্র নেই। এমনকি লিপস্টিকও উধাও, আইমেকআপের বদলে চোখে সকালের ঝরঝরে ভাব স্পষ্ট। শুধু চোখ টেনে নেয় গ্লোইং স্কিন। এখন এমন লুকই ট্রেন্ডে ইন। মেপআপ আর্টিস্টদের ভাষায় ক্রিমি গ্লো লুক। মিনিমাম সময়ে মিনিমাম সাজ।

ক্রিমি গ্লো (Creamy Glow) লুক কী? নো মেকআপ লুকেও কি ক্রিমি গ্লো পাওয়া সম্ভব? টিপস দিলেন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট সোনি হক (Soni Haque, Professional Makeup Artist)

 মেকআপ আর্টিস্ট সোনি হক জানিয়েছেন, এখন ট্রেন্ড চলছে ক্রিমি গ্লোইং লুকের। খুব কম প্রসাধন সামগ্রী ব্যবহার করে এই লুক আনা হয়। তবে তার আগে সবচেয়ে জরুরি ব্যাপার হল প্রতিদিন ত্বকের যত্ন। ডেইলি স্কিন কেয়ারে ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং মাস্ট।

 ক্রিমি গ্লোইং লুক আনতে গেলে শুরুতেই ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং করে নিতে হবে। তারপ্র ত্বককে হাইড্রেটেড করার জন্য হাইড্রেশন অয়েল ব্যবহার করতে হবে। এতে শাইনি লুক আসবে। তার ওপরে প্রাইমার দিতে হবে। ডিউই এফেক্ট আনার জন্য দিতে হবে নিতে হবে স্ট্রোক ক্রিম। কনট্যুর করতে হবে মুখের গঠন অনুযায়ী। খুব শার্প ফেসে বেশি কনট্যুরের দরকার হয় না। ওয়ান শেড আপ ফাউন্ডেশন ব্যবহার করলে সবসময় এক শেড ডাউন কনসেলিং শেড ব্যবহার করতে হয়। ফেসের হাইলাইটিং এরিয়ায়া অল্প হাইলাইট করতে হবে।

আই-মেকআপের জন্য ওই একই কনট্যুর প্ল্যালেটের শেড ব্যবহার করতে পারেন। আর লাগবে মাস্কারা। এখানে দরকার হেভি মাস্কারার। যেহেতু চোখে কাজল বা আই লাইনারের মতো অন্য প্রোডাক্টের ব্যবহার হবে না তাই আই ব্রাইট করার জন্য হেভি মাস্কারা দরকার। নাহলে ফলস আইল্যাশ ব্যবহার করা যেতে পারে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...