রাস্তার ধূলো বালি, দূষণে আজকাল পুরুষদের ত্বকেও নানা সমস্যা দেখা দিচ্ছে। ব্রণ, ফুসকুড়ি, ট্যান নিয়ে সচেতন হয়ে উঠছে তারাও। ছেলেদের ত্বকের সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় কী? এছাড়া ছেলেরা চটজলদি মেকআপ কীভাবে করবেন?
এই বিষয়ে বিস্তারিত জানিয়েছে মেকআপ আর্টিস্ট সরস্বতী সরকার।
মেকআপ আর্টিস্ট সরস্বতী সরকারের মতে, এখন মেয়েদের সঙ্গে সঙ্গে পুরুষরা ত্বক নিয়ে সচেতন হয়ে গিয়েছে। পুরুষদের ত্বকে সবচেয়ে সাধারণ সমস্যা ব্রণ আর ট্যান। তাই রোদে পোড়া ত্বকের খেয়াল রাখতে প্রত্যেক দিন ক্লিনজিং, টোনিং ও ময়েশ্চারাইজিং করতে হবে। এখন ছেলেরা নানা ধরনের ক্রিম ব্যবহার যার ফলেও ত্বকে বিভিন্ন সমস্যা দেখা দেয়।
আমাদের ধারণা ত্বকে তেলের পরিমাণ বেড়ে গেলে ব্রণর সমস্যা দেখা দেয়। কিন্তু অনেক সময় শুষ্ক ত্বকেও ব্রণ দেখতে পাওয়া যায়। আসলে শীতকালে ত্বক খুব শুষ্ক হয়ে যায় আর তাছাড়াও জল না খাওয়া ফলেও ত্বক শুষ্ক হয়ে যায়। যার ফলে ব্রণর সমস্যা তৈরি হতে পারে। তবে অনেক সময় অন্য কারণেও এই ধরনের সমস্যা দেখা দেয়। তখন ডাক্তারের পরামর্শ নিতে হবে।
মেয়েদের মতো ছেলেরাও এখন মেকআপ করেন। তবে ছেলেদের মেকআপ খুব সহজেই করা যায়। এর জন্য প্রথমে ড্যাপিং প্রক্রিয়ার মাধ্যমে টোনার লাগাতে হবে। তার উপর ফাউন্ডেশন লাগিয়ে নিতে হবে। তাহলেই
মেকআপ তৈরি। তবে মুখ থেকে মেকআপ তোলাও খুব জরুরি। অনেক সময় ছেলেরা মুখ থেকে মেকআপ তোলেন না। এর ফলে ত্বকে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। এই মেকআপ তোলার জন্য বেবি ওয়েল কিংবা ক্লিনজিং প্যাক ব্যবহার করা যেতে পারে। এছাড়াও ত্বক ভালো রাখতে প্রত্যেকেই মাসে একবার অন্তত ফেসিয়াল ও ক্লিনিং করাতে হবে।