সপ্তমীর আড্ডায় ছোটবেলার পুজোর স্মৃতি নিয়ে রিচা-উষসী-রুমকি

বাঙালির দুর্গা পুজো মানে এক আনন্দ উৎসব। মাত্র চার দিনের এই উৎসব এবার শুরু হয়ে গিয়েছে মহালয়ার পর থেকে তাই শুরুতেই মন্ডপে মন্ডপে ভিড় দেখতে পাওয়া যাচ্ছে। বাঙালির কাছে পুজো শুধু মাত্র উৎসব নয় বরং নস্টালজিয়া। অনেকের ছোটবেলার স্মৃতি রয়েছে পুজো নিয়ে। কলকাতাবাসীর মনেও পুজো নিয়ে রয়েছে অনেক স্মৃতি। এমনি কিছু স্মৃতি ভাগ করে নিতে আজ সপ্তমী উপলক্ষে জিয়ো বাংলার পুজোর আড্ডায় হাজির হয়েছেন প্রাক্তন মিস ইউনিভার্স ইন্ডিয়া/অভিনেত্রী উষসী সেনগুপ্ত, প্রাক্তন মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল/অভিনেত্রী রিচা শর্মা ও আবৃত্তি শিল্পী রুমকি গঙ্গোপাধ্যায়।

প্রবাসী বাঙ্গালি উষসী সেনগুপ্ত জানিয়েছেন তার পিতা ছিল এয়ারফোর্স অফিসার। সেই সুবাদে ইন্ডিয়ান এয়ারফোর্সের ক্যাম্পাসে দুর্গা পুজো উদযাপন দেখার সুযোগ হয়েছে তার। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হতো এয়ারফোর্স ক্যাম্পাসের পুজোতে। অন্যদিকে, বিগত ২২ বছর ধরে কলকাতায় রয়েছেন রিচা শর্মা। প্রতি বছর দুর্গা পুজোর পাশাপাশি নবরাত্রিও উৎসবও পালন করেন তিনি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...