বিয়ের মরসুম মানেই সাজগোজ আর ফ্যাশন ইন-আউট নিয়ে খোঁজ। আসলে বিয়েবাড়ি মানেই যেন এথেনিক আউটফিট। বিশেষ করে মেয়েদের সাজের ক্ষেত্রে। কিন্তু ডিজাইনার এথনিক আউটফিট মানেই বেশ ব্যয় সাপেক্ষ। তাই এই ধারণা ভুল প্রমাণ করতে সাধ্যের মধ্যে এথনিক ডিজাইনার আউটফিটের কালেকশন দেখালেন ফ্যাশন ডিজাইনার দেবজিৎ পাল।
ফ্যাশন ডিজাইনার দেবজিৎ পাল বলেছেন, ডিজাইনার আউটফিট মানেই সকলের ধারণা অনেক দামী আউটফিট। কিন্তু এমনটা নয়, এখন সাধ্যের মধ্যেও খুব কম খরচে বানিয়ে নেওয়া যায় ডিজাইনার আউটফিট। যেহেতু বিয়ের মরসুম শুরু হচ্ছে তাই এথনিক ডিজাইনার আউটফিটের চল বাড়বে। তবে এর পাশাপাশি এখন এথনিক ট্রেন্ডে ক্যাজুয়াল আউটফিটের চলও রয়েছে। যেগুলো কলেজ বা অন্যান্য কোথাও পরে যাওয়া যেতে পারে। ফ্যাশন নিয়ে একটা মিথ চলে আসছে যে, স্কিন কালার অনুযায়ী নিজের বেছে নিতে হবে। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল সবাই সব রকমের কালারের আউটফিট পরতে পারবেন। তবে টপ আর ট্রাউজারের কালার কম্বিনেশনটা একটু দেখে বাছতে হবে।
এথনিক ডিজাইনার আউটফিটের কালেকশন দেখালেন ফ্যাশন ডিজাইনার দেবজিত পাল।
প্রথম আউটফিট, বিয়ের কনেদের জন্য একটি গোলাপী রঙের একটি শাড়ি দেখানো হয়েছে।
দ্বিতীয় আউটফিট, পুরুষদের জন্য একটি গোলাপী রঙের শেরওয়ানি দেখানো হয়েছে।
তৃতীয় আউটফিট, একটি বেনারসি দেখানো হয়েছে। যেটার উপর হ্যান্ডলুমের বিভিন্ন কাজ করা আছে।
চতুর্থ আউটফিট, ছেলেদের জন্য একটি হলুদ ও লাল রঙের পাঞ্জাবী দেখানো হয়েছে। যেটি বিয়ের অনুষ্ঠানে বা অন্য কোনও অনুষ্ঠানে যাওয়ার জন্য একদম পারফেক্ট।
পঞ্চম আউটফিট, ক্যাজুয়াল ডিজাইনের দুটি শার্ট দেখানো হয়েছে। যেগুলো কলেজ বা বন্ধুদের সঙ্গে দেখা করতে যাওয়ার সময়ে পরা যেতে পারে।