সারা বছর আবহাওয়া পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আমাদের সাজগোজের ধরনেরও পরিবর্তন করতে হয়। বিশেষ করে গরমকালে শুধুমাত্র জামা-কাপড় থেকে শুরু করে মেকআপ সব কিছুই দাবী করে বাড়তি কেয়ার। সুতরাং গরম কালে মেকআপের স্থায়ীত্ব বাড়ানোর জন্য কী করা উচিত?
এই প্রশ্নের উত্তর দেবেন মেকআপ আর্টিস্ট সুমিত মিত্র।
মেকআপ আর্টিস্ট সুমিত মিত্রের মতে, গ্ৰীষ্মপ্রধান দেশে থাকায় আমাদের মেকআপ করার আগে স্কিনটাকে বরফ দিয়ে কমপ্রেস করে নিতে পারি তাহলে আমাদের স্কিনের ময়েশ্চার কমানো যেতে পারি। ফলে সোয়েটিং কম হবে। গরমকালে ত্বকের টোনিংটা ভালো করে করা উচিত। ব্রণ ও র্যাশের সমস্যা এড়িয়ে চলতে জল বেশি করে খেতে হবে। গরমকালে মেকআপ করার আগে মোট তিনটি স্টেপ ফলো করতে হবে। প্রথম, মেকআপ করার আগে ত্বকে বরফ ব্যবহার করতে হবে। দ্বিতীয়, আমাদের ভালো করে টোনিং করতে হবে। তৃতীয়, গরমকালে সব সময় চেষ্টা করতে হবে ওয়াটারপ্রুফ মেকআপ ব্যবহার করার। এছাড়াও দিনের বেলায় মেকআপ করার আগে অবশ্যই সান্সস্ক্রিন ব্যবহার করতে হবে। রাতের মেকআপের ক্ষেত্রে ক্লিনিং, টোনিং ও ময়েশ্চারাইজিং করতে হবে।
প্রথমে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে ত্বকে। তবে গ্ৰীষ্মকালে কখনও লিকুইড মেকআপ ব্যবহার কর উচিত নয়। তারপর চোখের নিচের ডার্ক অংশগুলিকে ঢেকে ফেলত হবে। এবার কমপ্যাক্ট পাউডার ব্যবহার করতে হবে। এভাবেই বেস মেকআপ করতে হবে। এবার আইব্রো মেকআপ করে নিতে হবে। তারপর আই শ্যাডো ট্রাই করতে হবে। কাজল দিয়ে চোখে বর্ডার লাইন করে নিতে হবে। তারপর মাস্কারা ব্যবহার করতে হবে। তবে সামারে সব সময় ওয়াটারপ্রুফ মাশকারা ব্যবহার করতে হবে। গোলাপি ব্লাশার ব্যবহার করতে পারেন। সঙ্গে একই রঙের লিপস্টিক। শেষে সিমার ব্যবহার করে চিকবোন হাইলাইট করতে হবে।