২০২০ সালে মুক্তি পেয়েছিল মার্কিন গায়ক জাস্টিন বিবারের 'লোনলি' গানটি। সারা বিশ্বে ব্যাপক সাড়া ফেলেছিল সেই গান। তবে এবার এই গানের ইন্ডিয়ান ম্যাশআপ কভার ভার্সানটি শ্রোতাদের জন্য নিয়ে এসেছেন গায়ক অনঞ্জন চক্রবর্তী। ভারতীয় সঙ্গীত ও পশ্চিমী সঙ্গীতের মিলনে তৈরি এই অপূর্ব গানের মিউজিক ভিডিয়োটি লঞ্চ করেছে ১৫ জুন। গানটি গেয়েছে মধুরা ভট্টাচার্য ও বিতান দাস। আগেও অনেক জনপ্রিয় বাংলা গান গাইতে দেখা মধুরা ভট্টাচার্যকে। অন্যদিকে নবাগত গায়ক বিতান দাস প্রথম গান গেয়েছেন। তবে এবার গান গাওয়ার পাশাপাশি অভিনয় করতেও দেখা গেল গায়ক অনঞ্জন চক্রবর্তী। এই মিউজিক ভিডিয়ো অভিনয় করেছেন তিনি।
এই গান সম্পকে গায়ক অনঞ্জন চক্রবর্তী বলেছেন, “ভারতীয় সঙ্গীতের রাগ 'কৌশিধাউনি' একটা মিল রয়েছে। কৌশিকীদি এই রাগের কিছুটা অংশ গেয়েছিলেন একটি ছবির জন্যেও। এই রকম কম্বিনেশন এদেশে কখনও হয়নি। বিগত পাঁচ-ছয় বছর ধরে আমি মিউজিক অ্যারেঞ্জার ও প্রোডিউশান হিসেবে কাজ করছি। ইউটিউবে বেশি কয়েকটি গান রয়েছে আমার। যেগুলো একটা সেলেক্টিভ অডিয়েন্সের কাছেই পৌঁছতে পেরেছে। তাই এখন শুধু মাত্র সোশ্যাল মিডিয়াই পারে এই গানকে সকলের কাছে পৌঁছে দিতে।”