ক্লিকের পর্দায় আসছে 'এনক্রিপটেড'

থ্রিলারধর্মী গল্পের উপর নির্ভর করে নির্মিত হল 'ক্লিক অরিজিন্যালস'-এর নতুন ওয়েব সিরিজ 'এনক্রিপটেড'। এই সিরিজের পরিচালনা করেছেন অভিনেতা সৌপ্তিক চক্রবর্তী। সিরিজে মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী পায়েল সরকারকে। এই সিরিজের গল্পে পায়েলের অভিনীত চরিত্রটি তার বোনের মৃত্যুর রহস্য ভেদ করবেন। আর এই রহস্য উদঘাটন করতে গিয়েই বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে তাকে। গল্পের শেষে কী হবে তা জানতে চোখ রাখতে হবে ওটিটি প্ল্যাটফর্ম 'ক্লিক'-এর পর্দায়। সম্প্রতি 'ক্লিক'-এর তরফ থেকে সিরিজের লোগো লঞ্চ করা হয়েছে। সেই অনুষ্ঠানেই উপস্থিত হয়েছিলেন পরিচালক সৌপ্তিক চক্রবর্তী, প্রযোজক রণিতা দাসসহ বাকি কলাকুশলীরা।

পরিচালক সৌপ্তিক জানিয়েছেন, ‘খেলাশুরু দিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল। এখন আসছি 'এনক্রিপটেড' নিয়ে। তাই এখন সব কথা না বলে বাকিটা এনক্রিপটেড রাখছি।"

সিরিজে পায়েল ছাড়াও রয়েছে ঐশ্বর্য্য সেন, রিচা শর্মা, রানা বসু ঠাকুর, অমিতাভ আচার্য, অর্পিতা দাস, রানা মুখোপাধ্যায়, সূর্যেন্দ্র বাগচী, ইন্দ্রনীল দে, সানু সোমনাথ ও রনিতা দাসের মতো শিল্পীরা। ছবির পরিচালনার পাশাপাশি কাহিনী লিখেছেন সৌপ্তিক চক্রবর্তী। সুর দিয়েছেন দিয়েছেন অম্রাল চক্রবর্তী ও প্রযোজনার দায়িত্ব সামলেছে রণিতা দাস।

এটা শেয়ার করতে পারো

...

Loading...