সারা বিশ্বেই আজ একটা বড় সমস্যার কারণে হয় উঠেছে ই-ওয়েস্ট। ই-বর্জ্য সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে অভিনব উদ্যোগ নিয়েছে 'লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -322B1' আর ডিস্ট্রিক- 322B2। কলকাতার ক্যামাক স্ট্রিটের (Pedestrian Plaza) প্রেডেসট্রিয়ান প্লাজায় 'ডাম্প অর ডোনেট'একটি কর্মসূচির আয়োজন করেছে সংস্থা। যেখানে আছে বিশ্বের সবচেয়ে বেশি ই-ওয়েস্ট সংগ্রহের ব্যবস্থা। সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। বাড়িতে পড়ে থাকা যে কোনও পুরনো অচল ডিভাইস এখানে জমা করা যাবে। আজকের যুগে ই-ওয়েস্ট সকলের বাড়িতেই আর্বজনা হিসেবে জমে থাকে। তাই সেই আর্বজনাকে জমা করা পর রিসাইকেল পদ্ধতির মাধ্যমে কীভাবে সেটাকে আবার ব্যবহারযোগ্য করা সম্ভব সেটাই চেষ্টা চালাচ্ছে 'লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল' ও রাজ্য সরকার। ১৩ জানুয়ারি ১৩ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই কর্মসূচি।
'লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল'-এর এই উদ্যোগের পাশে দাঁড়াতে প্রেডেসট্রিয়ান প্লাজার এই উদ্যোগের প্রশংসা করে তিনি জানিয়েছেন, 'লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল'কে ধন্যবাদ এমন ভাবনার জন্য। আমরা সবাই জানি আমাদের বাড়িতে কোনও না কোনও পুরনো কম্পিউটার, মোবাইল আছে। এই ই-ওয়েস্টগুলোকে প্রসেস করানোর দায়িত্ব নিয়ে 'লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল', রাজ্যের পলিউশন কন্ট্রোল বোর্ড ও রাজ্য সরকার। যদি এটা সফল হয় তাহলে ই-ওয়েস্ট ধ্বংস হবে আর বহু মানুষ আর্থিক ভাবে লাভবান হবে।