নতুনদের সুযোগ দিতে 'এ খান ক্রিয়েশান'র 'স্পার্কলিং সোল'

সাজগোজ বা ফ্যাশন নিয়ে আগ্ৰহ রয়েছে সকলেরই। তবে ফ্যাশন দুনিয়ায় নিজের জায়গা তৈরি করা খুব সহজ ব্যাপার নয়। কলকাতার ফ্যাশন ইন্ডাস্ট্রিতে সব সময় নতুনদের জন্য কাজে সুযোগ করে দিয়েছে 'এ খান ক্রিয়েশান'। সম্প্রতি লঞ্চ হল 'এ খান ক্রিয়েশান'-এর ফ্যাশন ফিল্ম 'স্পার্কলিং সোল' । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার মহম্মদ আমির খান ও অর্গানাইজার দেবলীনা মুখোপাধ্যায়। এই প্রথম নয় বিগত কুড়ি বছর ধরে কলকাতার বিখ্যাত ব্র্যান্ডগুলি সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে মহম্মদ আমির খানের। ফ্যাশন ইন্ডাস্ট্রিতে নতুন মডেলকে লঞ্চ করেছেন তিনি।

বিনিতা সিং ও তনবীর খানের মতো ফ্যাশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় নাম উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। তারা সকলেই প্রশংসা করেন এমন উদ্যোগের। 'স্পার্কলিং সোল'-এ সিনিয়র, জুনিয়র ও নতুন মডেলদের নিয়ে কাজ করা হয়েছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...