বহু বছর পর আবার বড় পর্দায় অভিনেত্রী জয়া শীল ঘোষ। পরিচালক ইন্দিরা ধর মুখোপাধ্যায়ের ছবি 'দ্য গ্রিন উইন্ডো'তে জর্জি ফার্নান্ডেজ হয়ে ফিরছেন তিনি। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম 'ডিজনি হটস্টার'-এ মুক্তি পেয়েছে এই ছবি। এই ছবির ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি উপলক্ষে স্পেশ্যাল স্ক্রিনিং-এর আয়োজন হয়েছিল। উপস্থিত ছিলেন ছবির সকল কলাকুশলীরা। বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে এই ছবি। পুরস্কারে সম্মানিত হয়েছে। কলকাতার এক ৬৪ বছর বয়সী খ্রিস্টান মহিলা জর্জি ফার্নান্ডেজ-এর জীবনকে তুলে ধরেছেন পরিচালক। জর্জি ছেলে সিমন, পুত্রবধূ প্যাট্রিসিয়া এবং নাতি শনকে নিয়ে থাকে। বিদেশে চাকরি পাওয়ায় সিমন নিজের স্ত্রী ও ছেলেকে নিয়ে চলে যায়। কিন্তু মায়ের চিকিৎসার জন্য ভিসা পেতে দেরী হয়। তাই বাধ্য হয় মাকে বৃদ্ধাশ্রমে রেখে চলে যেতে হয় তাকে। তারপর বৃদ্ধাশ্রমের একটা সবুজ জানালাই হয় ওঠে জর্জির একমাত্র সঙ্গী। জর্জির জীবনে এই সবুজ জানালার কেন এতটা গুরুত্বপূর্ণ হয় ওঠে তা জানতে হলে দেখতে হবে ছবিটি।
ছবিতে জর্জির ভূমিকায় অভিনয় করেছেন জয়া শীল ঘোষ। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কিঞ্জল নন্দী, অপরাজিত মজুমদার, আরভ ঘোষ ও একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন সাহেব চট্টোপাধ্যায়। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন বিক্রম ঘোষ। প্রযোজনা করেছেন প্রীতি আগরওয়াল ও জয়া শীল ঘোষ।