Lakshmi Puja Beauty Tips: সাবেকি ও আধুনিকতার ছোঁয়ায় কেমন হবে লক্ষ্মী পুজোর ঘরোয়া সাজ?

কেমন হবে লক্ষ্মী পুজোর সাবেকি ঘরোয়া সাজ? ট্র্যাডিশনাল সাজসজ্জায় আধুনিকতার ছোঁয়া কী ভাবে আনবেন? কেমন হবে চটজলদি মেকআপ আর হেয়ার স্টাইল? সাজ-সাজেশন দিলেন গ্রুমার, কোরিওগ্রাফার এবং ফ্যাশন ডিজাইনার জ্যাক অনিকেত রায় (Jack Aniket Roy, Groomer, Choreographer & Fashion influencer)

 

লক্ষ্মীপুজোয় চটজলদি সাজ করবেন কীভাবে?

 

যেকোনো ফ্যাশনের ক্ষেত্রেই ঋতুর কথা মাথায় রাখতে হবে। কারণ মেকআপ দীর্ঘস্থায়ী হওয়ার ক্ষেত্রে আবহাওয়া খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আবহাওয়া অনুযায়ী সঠিক মেকআপ করতে হবে।

 

কিছুদিন আগেই দুর্গা পুজো উৎসব পালন হয়েছে। সেখানে সাবেকি এবং মর্ডান দুই ধরনেরই পোশাকে সেজে উঠেছে বাঙালি। লক্ষ্মী পূজার ক্ষেত্রেও স্পেশাল ফ্যাশন এই সাজ। প্রায় প্রত্যেক বাঙালি ঘরে ঘরেই লক্ষ্মী পূজার চল রয়েছে। তাই সাজ এমন হতে হবে তা যেন দীর্ঘস্থায়ী হয়।

 

পোশাক:

এই আবহাওয়ার সুতি বা হ্যান্ডলুমের পোশাক খুব আরামদায়ক। সুতির কুর্তি, শাড়ি বা গাউন যেকোনো পোশাকেই মহিলারা সেজে উঠতে পারেন। অন্যদিকে পুরুষদের ক্ষেত্রে ধুতি-পাঞ্জাবি এই পুজোর পারফেক্ট সাজ।

 

এই সমস্ত পোশাকই রেডি টু ওয়ার পাওয়া যায়। তাই সেই সাজ সবাই নিজের মতন আপন করে নিতে পারেন। কিন্তু শুধুমাত্র সাবেকি নয়, ইন্দো-ওয়েস্টার্ন লুকেও সেজে উঠতে পারেন এই লক্ষ্মী পুজোয়।

 

মেকআপ:

শুধুমাত্র পোশাক নয়, পুজোয় সেজে ওঠার জন্য মেকআপও জরুরি। তাই লক্ষ্মীপূজায় মেকআপ এমন হতে হবে যা হালকা ও আরামদায়ক।

 

এক্ষেত্রে নিজের ত্বকের ধরন অনুযায়ী মেকআপ প্রোডাক্ট বেছে নিতে হবে। ক্যালামাইন বেসড ক্রিম খুব ভালো ত্বকের জন্য। তার সাথে হালকা মেকআপ, কাজল আর লিপস্টিক পরে নিলেই সাজ সম্পূর্ণ।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...