ভারতীয় নাট্য দুনিয়ায় এক যুগের নাম হাবিব তানভীর। ২০২৩ হাবিব তানভীরের জন্মশতবর্ষ। তাই তাঁকে সম্মান জানানো হল ২০২৩ 'নাট্যমেলা'-এ। ২০১৫ সালে প্রথমবার 'নাট্যমেলা'র আয়োজন করা হয়েছিল। তারপর থেকে প্রতিবছরই নাটক ও নাট্য ব্যক্তিত্বদের সম্মান জানানো হয় এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। কিন্তু গত দুই বছর করোনা পরিস্থিতির জন্য 'নাট্যমেলা'র আয়োজন করা হয়নি। তাই এবছর করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় আবার এই নাট্য উৎসব পালন করা হল শহর কলকাতায়। নতুন বছরের শুরুতেই কলকাতার 'অ্যাকাডেমি অফ ফাইন আর্টস' শুরু হয়েছে নাট্য উৎসব। আয়োজনের লেক ক্লাব।
নাট্যমেলার আনুষ্ঠানিক উদ্বোধনের শুরুতে একটি আলোচনাসভার আয়োজন করা হয়েছিল। যার নাম 'হাবিব একাই একশো'।এই আলোচনাসভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বরা। যাদের মধ্যে অন্যতম হলেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, শমিক বন্দোপাধ্যায়, হিরণ মিত্র, অরুণ মুখোপাধ্যায়, অশোক মুখোপাধ্যায়, মেঘনাদ ভট্টাচার্য, সুমন মুখোপাধ্যায়, শ্রীরামচন্দ্র সিং, হাবিব তানভীরের কন্যা নাগিন তানভীর(Nagin Tanvir) প্রমূখ। তবে শুধু মাত্র আলোচনাসভাই নয় আগামী ৮ জানুয়ারি পর্যন্ত চলা এই নাট্য উৎসবে মঞ্চস্থ হবে বিভিন্ন নাটক। যার মধ্যে অন্যতম হল হাবিব তানভীরের লেখা জনপ্রিয় 'চরণদাস চোর' নাটকটি। আগামী ৩ জানুয়ারি 'নয়া থিয়েটার' নাট্য দল এই নাটকটি মঞ্চস্থ করবে।