কুল্লার মোমো চেখে দেখতে আসতেই হবে 'হাংরি ক্যালকাটা' ক্যাফেতে

মোমো তাও আবার ভাঁড়ে। কলকাতার যতীন বাগচী রোডের বিবেকানন্দ পার্কের একদম সামনেই 'হাংরি ক্যালকাটা'। এখানেই মিলবে মেয়োনিজ ও চিজ দিয়ে বেকড করা কুল্লার মোমো বা ভাঁড়ে মোমো। চা তো আছেই, বাঙালির প্রিয় রসগোল্লা ও দই দুটোই মাটির ভাড়ে দেওয়ার চল রয়েছে। তাহলে মোমো কেন বাদ যাবে? তাই বাঙালিরআরও একটি প্রিয় খাবার অর্থাৎ মোমো ভাড়ে পরিবেশন করা হয় 'হাংরি ক্যালকাটা'তে। কুল্লার মোমো সঙ্গে রয়েছে চিজ আর মেয়োনিজ যা মোমোর স্বাদ আরও বাড়িয়ে তোলে। যদিও কুল্লার মোমো ছাড়াও বিভিন্ন ধরনের চাইনিজ খাবার যেমন- ড্রাগন চিকেন, সাংহাই চিকেন, ক্রিসপি চিকেন ও মহা কম্বো রয়েছে যার দাম ১৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। জিভে জল আনা এই সব খাবারের স্বাদ নিতে প্রতিদিন এখানে হাজির হয় বহু মানুষ। তাই কুল্লার মোমো এই সব রকমারি সব খাবারের স্বাদ কেমন তা জানতে? আসতেই হবে 'হাংরি ক্যালকাটা'তে।

জিয়ো বাংলার প্রতিনিধি সঙ্গে  নৃত্যশিল্পী ও থিয়েটার অভিনেত্রী অনিন্দিতা বন্দোপাধ্যায় রায়কে নিয়ে চলে এসেছে সার্দান অ্যাভেনিউয়ের জনপ্রিয় 'হাংরি ক্যালকাটা' ক্যাফেতে। সেখানে কুল্লার মোমোর চেখে দেখলেন তারা। মেয়োনিজ ও চিজ দিয়ে বেকড করা মোমোর স্বাদ নিতে নিতে চললো জমিয়ে আড্ডা। সেই ভিডিয়ো দেখে নিন জিয়ো বাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...