এবারের টপ সামার বিউটি ট্রেন্ড কী বলছে? গ্রীষ্মের পার্টি-গেট- টুগেদারের জন্য বেছে নেবেন কেমন পোশাক? কেমন সাজে মিলবে চোখের আরাম? সামার বিউটি ট্রেন্ড নিয়ে টিপস দিলেন মডেল অভিনেত্রী দেবলীনা বিশ্বাস (Debolina Biswas, Model & Actress)
তীব্র দাবদাহ। চারপাশ পুড়ছে। হিট স্ট্রোক আর ডিহাইড্রেশনের ভয়, কিন্তু বিরাম নেই বিয়েবাড়িতে! বৈশাখ যে পড়ে গিয়েছে। বিয়েবাড়ি, পার্টি তাই লেগেই থাকবে মরসুমভর। কিন্তু ঘামে মেকআপ গলে যাওয়ার ভয় আর কী পোশাক পরব- সেই টেনশনটা থেকেই যায়। কিন্তু বদলে যে সে ধারণা।
দেবলীনা বিশ্বাস জানিয়েছেন, গরম কালে সব চেয়ে বেশি জরুরি নিজেকে হাইড্রেটেড রাখা। গরমে সোয়েট প্রুভ প্রোডাক্ট ব্যবহার করা যায়। সানস্ক্রিন রাখতেই হবে। গরম বলে কিন্তু স্লিভলেস নয়, ত্বকের ট্যান ঠেকাতে পরতে হবে থ্রি কোয়াটার বা ফুল স্লিভ।
গরমকালে পার্টি বা বিয়ে বাড়ি পড়লে কিন্তু স্লিভলেস পরা যেতেই পারে তবে পোশাক বা শাড়ি হবে হাল্কা। চুলের দৈর্ঘ্য অনুযায়ী বান করা যেতে পারে। চুল খোলা রাখলে সাইডে করে রাখলে ঝরঝরে থাকা যায়। লাইট বেসড ফাউন্ডেশন, বিবি ক্রিম ব্যবহার করতে হবে। গরমে সোনার গহনা পরতেই পারেন। কারণ এতে রাশ হয় না। রোদে পড়া ত্বক ঠিক করতে হলুদ, আটা, মুসুর ডাল আর চাল গুঁড়ির প্যাক লাগানো যেতে পারে।
কেউ চাইলে ফাউন্ডেশনের বদলে বিবি ক্রিম দিয়েও রাতের মেকআপ করতে পারেন। সঙ্গে কমপ্যাক্টের হাল্কা ছোঁয়া, লিপস্টিক আর মাস্কারা। খুব বেশি ভারি মেকআপ না করাই ভাল। গরমে স্নিগ্ধতা আর ফ্রেশভাবটাই ভাল সাজের আসল চাবিকাঠি। সাদা ছাড়াও পরতে পারেন যে কোনও হালকা রঙের পোশাক। ইয়েলো, লেমন ইয়েলো, ল্যাভেন্ডার, বেবি পিঙ্ক, পিচ এখন ট্রেন্ডে ইন।