ফিউশন ফ্যাশন কী?

এক ধরনের এথনিক পোশাক বা ওয়েস্টার্ন পোশাক না পরে নিজের লুকে নতুনত্ব আনতে ফিউশন ফ্যাশন ট্রাই করতে চান অনেকেই। কিন্তু কীভাবে ফিউশন লুক আনতে হবে? এই প্রশ্নের উত্তর ও  ফিউশন ফ্যাশন নিয়ে টিপস দিলেন ফ্যাশন ডিজাইনার সায়নী নস্কর।

ফ্যাশন ডিজাইনার সায়নী নস্কর বলেছেন, এথনিক ড্রেসের কোনও পার্ট ওয়েস্টার্ন ড্রেসের সঙ্গে পরলে যে লুক তৈরি হবে তাকেই ফিউশন ফ্যাশন বলা হবে। যেমন-  একটি ডেনিমের সঙ্গে টপ হিসেবে একটি লেহেঙ্গা চোলীর টপ ব্যবহার করতে পারি‌। এটা পরে যে কোনও অনুষ্ঠান বাড়িতেও যাওয়া যেতে পারে। দুর্গা পুজোর অষ্টমীর দিন অনেকে শাড়ি পরেন বাঙালিরা। শাড়ির সঙ্গে ব্লাউজ হিসেবে একটি ফর্মাল শার্ট পরা যেতে পারে। ফিউশন ফ্যাশন হিসেবে ভাল মানাবে এই লুক। আর অন্য দিনগুলোতে ডেনিম আর এথনিক টপ পরা যেতে পারে। তবে এর সঙ্গে কিছু গয়না ব্যবহার করা যেতে পারে।

প্রথম লুকে, ডেনিম কাপড়ের একটি টপ লেহেঙ্গা দেখানো হয়েছে। তবে কেউ যদি কোনও অনুষ্ঠান বাড়ি যায় তাহলে লেহেঙ্গা ও টপ হিসেবে ডেনিম কাপড়ের তৈরি শার্ট ব্যবহার করা যেতে পারে। তার সঙ্গে ইয়াররিংস ব্যবহার করলে ভালো লাগবে।

দ্বিতীয় লুকে, একটি বাটিকের কাজ করা জ্যাকেট দেখানো হয়েছে। ডেনিম ট্রাউজারের সঙ্গে এই জ্যাকেট পরা যেতে পারে।

তৃতীয় লুকে, একটি কাফতান দেখানো হয়েছে। যার উপর জারদৌসি কাজ করা রয়েছে। ডেনিমের প্যান্টের সঙ্গে এটি ভাল মানাবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...