ACL-এর আঘাত (Anterior Cruciate Ligament) কী? এই ধরনের চোট কী ভাবে চেনা যায়? চিকিৎসা কী? সব ক্ষেত্রেই কি সার্জারির প্রয়োজন হয়? পরামর্শ দিলেন ডাঃ কিরণশঙ্কর রায়, কনসালট্যান্ট অর্থোপেডিক সার্জন।
হাইলাইটসঃ
১। ACL-এর আঘাত কী?
২। এই ধরনের চোট কী ভাবে চেনা যায়?
৩। সব ক্ষেত্রেই কি সার্জারির প্রয়োজন হয়?
ACL কী?
ACL এর পুরো নাম Anterior Cruciate Ligament। এটির অবস্থান হাঁটুতে। হাঁটুতে মূলত চার রকমের লিগামেন্ট থাকে। দুটি লিগামেন্ট হাঁটুর দুই পাশে থাকে। এগুলিকে বলা হয় collateral ligament । এগুলি হাঁটুকে side by side সাপোর্ট দেয়।
আরও দুটো লিগামেন্ট হাঁটুতে ক্রিসক্রস করে থাকে। এটি হাঁটুর সামনে-পিছনে stability দেয়। এই দুটি লিগামেন্টের সামনেরটিকে বলে Anterior Cruciate Ligament বা ACL ও পিছনের লিগামেন্টটিকে বলা হয় Posterior Cruciate Ligament বা PCL। আমাদের হাঁটুর যাবতীয় কার্যকলাপে এই দুটি লিগামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সেইকারণে ACL –এ আঘাত পেলে পায়ের Stability নষ্ট হয়। Contract injury ও Twisting injury -র ফলে ACL ক্ষতিগ্রস্ত হতে পারে।
এই ধরনের চোট কী ভাবে চেনা যায়?
১। উঁচু-নিচু রাস্তায় হাঁটতে সমস্যা
২। সিঁড়ি দিয়ে ওঠা-নামা করতে সমস্যা
৩। বাসে বা ট্রেনে ওঠানামা করতে সমস্যা
৪। হাঁটুতে খুব সামান্য ব্যাথা
৫। পা ফুলে যেতে পারে
৬। হাঁটুর জোর কমে যায়
৭। হাঁটুর Stability নষ্ট হয়
এই সমস্যার সমাধান কী?
মূলত খেলোয়াড়দের এই সমস্যা দেখা দেয়। বয়স অনুযায়ী এই Injury -র চিকিৎসা ভিন্ন হয়।
Partial injury –র ক্ষেত্রে ওষুধ ও যত্নের মাধ্যমে লিগামেন্ট আগের মতো ঠিক হয়ে যাওয়া সম্ভব। কিন্তু complete injury -র ক্ষেত্রে সার্জারির মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব। কিন্তু সার্জারির পরে নিয়মমাফিক এক্সারসাইজ করতে হবে। তবেই এই সমস্যার সমাধান হবে।