দহনে সাক্ষী এবার কলকাতা

শরৎের আকাশে মেঘের ভেলা ,কাশ ফুলের শুভ্ৰতায় শুভময় মাঠ ,শিউলি ফুলের গন্ধে ভোরে উঠেছে ত্রিভুবন ।প্রকৃতিও মেতে  উঠেছে মা কে আরাধনা করার কাজে ।সঙ্গে ব্যাস্ত আপামর বঙ্গবাসি ।সেই ব্যাস্ততার মাঝেও জিয়ো বাংলা  শারদ সম্মান ২০১৮ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , 'খিদিরপুর শিবতলা অমর সংঘ' ক্লাবের সম্পাদক ,সদস্য ও শিল্পী । সঞ্চালিকা অরণী র সঙ্গে তাদের আড্ডায় উঠে এল পুজো সম্পর্কৃত নানা অজানা কথা। ১৯৭১ সাল  থেকে তাদের পথ চলা শুরু।দীর্ঘ পথ অতিক্রম করে ৪৮ বছরে পদার্পন করলো তারা ।এবছরে তাদের থিম 'দহন '।এই থিমের মাধ্যমে তারা সমাজে একটি বার্তা দিতে চেয়েছেন।সেটি হলো ,যুব সমাজ ধূমপান করে নিজেদেরকে দহন করে ফেলছে ।তারা যাতে এটি বন্ধ করে তা নিয়ে তাদের এই সৃষ্টি ।তারা ব্লেড এর সাথে সিগরেট এর তুলনা করেছেন তারা ।একটা ব্লেড একটা মানুষের প্রাণ কারতে পারে কিন্তু একটা সিগরেট একসাথে ১০টা মানুষের প্রাণ কেঁড়ে নিতে পারে ।থিমের সাথে সামঞ্জস্য রেখে প্রতিমা সজ্জা করা হয়েছে । তাদের এই নিদারুন সৃষ্টি দেখতে হলে আপনাকে আসতেই হবে খিদিরপুর ব্রিজ  থেকে নেমে পঞ্চায়নয়ন মন্দির ওয়ার্ড গঞ্জের রাস্তায় এসে দেখবেন 'খিদিরপুর শিবতলা অমর সংঘ'  ক্লাবের পূজমণ্ডপ ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...