হাওড়া কামার ডাঙ্গা শীতলা তলা বারোয়ারি সার্বজনীন দুর্গোৎসব কমিটি

দেবীপক্ষের সময় আসন্ন তাই শেষ মূহুর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রতিটি পুজো কমিটি।কলকাতার পাশাপশি এখন পাল্লা দিয়ে এগিয়ে চলেছে বিভিন্ন জেলার পুজোগুলি।প্রতিমা থেকে শুরু করে মন্ডপসজ্জা,পিছিয়ে নেই জেলার বিখ্যাত পুজোগুলি।তেমনই একটি পুজো হল হাওড়া জেলার কামার ডাঙ্গা শীতলাতলা বারোয়ারি সার্বজনীন দুর্গোৎসব কমিটি।সেই কমিটির কনভেনর সুভেন্দু মাঝি, থিম মেকার হরিসাধন দাস ও সাধারণ সদস্য সমীর সামন্ত উপস্থিত ছিলেন জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৮-র অনুষ্ঠানে। সঞ্চালিকা অরণীর সাথে গল্পে আড্ডায় জানান তাঁদের পুজোর বিষয়।প্রাগ ঐতিহাসিক যুগ থেকে মানুষের তথ্য প্রযুক্তি যুগে পদার্পনের যাত্রা পথকে কেন্দ্র করেই শিল্পী হরিসাধন দাসের ভাবনায় গড়ে উঠেছে এবারের থিম ‘আদি থেকে অন্ত গতীতেই চুড়ান্ত’।তার মতে সময়ের সাথে সাথে মানুষ যত এগিয়েছে প্রযুক্তি মানুষকে তত অলস করে তুলেছে।যার ফলে মানুষের চিন্তাভাবনা এখন স্মার্টফোনেই সিমিত।যে চুড়ান্ত গতীর ফলে মানুষ সভ্য হয়েছিলো সেই গতী যেন বর্তমানে থেমে গেছে বলে শিল্পীর ধারণা। আর সেই ধারণাই প্রকাশ পেয়েছে শিল্পীর ভাবনায়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...