কালিঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট

বছরে ৩৬৫টি দিন আর তার মধ্যে ৩৫দিন ধরে চলে মায়ের আরাধনা আর বাকি ৩৩০ দিন ধরে চলে সমাজ সেবার কাজ। ঠিক এই ভাবেই বছরভর ব্যাস্ত থাকে দক্ষিন কলকাতার নেপাল ভট্টাচার্য স্ট্রিট। জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৮ উপলক্ষে আমাদের স্টুজিওয় উপস্থিত ছিলকালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিটের ক্লাব সদস্যরা। দুর্গা পুজো ছাড়াও গোটা বছর জুড়ে চলে তঁদের সমাজ সেবামূলক কাজ। আমাদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক অভিজিৎ বোস ও ভাইস প্রেসিডেন্ট সুশীল বর্ধন। সঞ্চালিকা মনীষার সাথে আড্ডার ছলে জেনে নিলাম তাদের পুজোর বিষয়। ৩৯তম বর্ষে তাঁদের এবারের থিম “উজান”। আর থিমের সাথে সামঞ্জস্যরেখেই প্রতীমা শিল্পী অরুণ পালের ভাবনায় ফুঁটে উঠবে মায়ের রুপ। ১৩ই অক্টোবর অর্থাৎ চতূর্থীর দিন এই পুজোর উদ্বোধন। ৫০ জন প্রতিবন্ধী শিশুদের নতুন জামাকাপড় দানের মধ্যে দিয়ে পুজোর শুভারম্ভ। তাছাড়াও পুজোর একটি দিন বৃদ্ধাশ্রমের মায়েদের নিয়ে ক্লাব কর্তৃপক্ষের উদ্যগে মহাভোজের আয়োজন করা হয়। তাছাড়াও নবমীর দিন পাড়ার মহিলা সদস্যদের জন্য থাকে বিভিন্ন প্রতিযোগীতা। দমদম বা কবি সুভাষ থেকে মেট্রো ধরে কালিঘাট মেট্রো স্টেশন সংলগ্ন চেতলা ব্রিজের সন্নিকটে নেপাল ভট্টাচার্য স্ট্রিটের পূজা মন্ডপ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...