জনি আর বনির গল্পে টিম জনি-বনি

অভিজিৎ চৌধুরীর পরিচালনায় ওটিটি প্ল্যাটফর্ম 'ক্লিক'-এর পর্দায় আসছে 'জনি বনি' ওয়েব সিরিজ। ছবিতে মুখ্য চরিত্র জনি ওরফে জনার্দনের চরিত্রে অভিনয় করেছেন দেবাশীষ মন্ডল। বনি একটি ছোট ছেলে। তার স্বপ্ন দাবা টুর্নামেন্ট জেতা। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে স্বস্তিকা দত্তকে। সেই সিরিজ নিয়ে আড্ডা দিতে জিয়ো বাংলার টলিকথা অনুষ্ঠানে উপস্থিত হয়ে ছিলেন সিরিজের পরিচালক ও কলাকুশলীরা।

প্র: এই গল্প কীভাবে ভাবলেন আপনি?
অভিজিৎ চৌধুরী: লকডাউনের সময় আমার দাবা খেলার একটা নেশা হয়ে গিয়েছিল। প্রায় ১০-১২ ঘন্টা আমি দাবা খেলতাম। যার জন্য আমার বাড়ির লোকেরাও বিরক্ত হয় যেত। তখন আমার মনে হয়েছিল দাবা খেলা নিয়ে কিছু করা উচিত। আমাদের সমাজের যারা সবচেয়ে পাওয়ার ফুল লোকজন তারা সব সময় সাধারণ মানুষকে নিয়ে দাবা খেলছে। এই ভাবনা থেকেই 'জনি বনি'র গল্পটা এসেছে। আমি ‘ক্লিক’ প্ল্যাটফর্মের কাছে খুব কৃতজ্ঞ যে তারা ভেবেছে এই গল্পটা নিয়ে কাজ করার কথা।

প্র: লোকনাথদা, আপনার চরিত্রটা একদমই অন্যরকম। কী বলবেন আপনার চরিত্রটা নিয়ে?
লোকনাথ দে: পরিচালক অভিষেক দে আমাকে এই ওয়েব সিরিজে অভিনয় করার কথা বলেছে। আমার চরিত্রটা খুবই ছোটো। ছয় থেকে সাতটা সংলাপ রয়েছে আমার। কিন্তু গল্পের মধ্যে চরিত্রটা এমনভাবে রাখা হয়েছে যেটা সকলের ভাল লাগবে। কাজটা করতে গিয়ে চ্যালেঞ্জিং মনে হয়েছে। কিন্তু তাও আমি খুব এনজয় করেছি অভিনয় করার সময়।

প্র: দেবাশীষদাকে 'মন্দার’-এ দেখা গিয়েছিল। এখানে আপনাকে সম্পূর্ণ একটি ভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। কতটা চ্যালেঞ্জিং ছিল চরিত্রটা?
দেবাশীষ মন্ডল: একজন অভিনেতা হিসেবে আমি চাই সব সময় বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে। এদিক থেকে আমি যে বিভিন্ন ধরনের চরিত্র এসেছে। তাই অভিজিৎ যখন প্রথমবার আমাকে চরিত্রটার সম্পর্কে বলেছিল তখনই আমি চরিত্রটার সঙ্গে কানেক্ট করতে পেরেছিলাম। আমাদের সোসাইটির চার দিকে এই ধরনের চরিত্র রয়েছে। আশা করি সকলেই চরিত্রটার সঙ্গে রিলেট করতে পারবে।

প্র: মানুষ হিসেবে 'জর্নাদন' দেবাশীষের কতটা কাছাকাছি?
দেবাশীষ মন্ডল: অনেকটাই কাছাকাছি।

প্র: নেতাজীর চরিতত্রে অভিনয় করে তুমি খুব জনপ্রিয় হয়েছিলে। এখানে বনির চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতাটা কেমন?
অঙ্কিত মজুমদার: এই চরিত্রে অভিনয় করতে আমার খুবই ভাল লেগেছে। পরিচালক নিজেই আমাকে দাবা খেলা শিখিয়েছেন ও আমাকে যথেষ্ঠ স্বাধীনতা দিয়েছেন অভিনয় করার জন্যে। কো-অ্যাক্টারদের ভাল একটা দল পেয়েছি।

প্র: স্বস্তিকাদিকে আগেও কিউট বাবলি চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। এখানেও কী আঁখির চরিত্রটা একটা কিউট বাবলি চরিত্র?
স্বস্তিকা: যদি দেখার দিক থেকে বলো তাহলে কিউট বাবলি। জনি যে কাজগুলো করে সেগুলো সম্পর্কে আঁখি জানে। কিন্তু সে বুঝতে দেয় না। আর বনি আঁখির খুব কাছের।

প্র: ক্যামেরার পিছনে কী কী মজার ঘটনা ঘটেছে?
স্বস্তিকা: মজার ঘটনা ঘটেছে খাবার সিনের সময়। খাবার সময় লুচি, তরকারি সব কিছু অঙ্কিত খেত।

প্র: জনিকে সনাতন কী অ্যাডভাইস দেবে?
লোকনাথ দে: এক কথায় বলতে একজন সিস্টেমটা দেখে ফেলেছে‌। তাই জনিকে নিজের অভিজ্ঞতা সম্পর্কে জানাতে চায় সনাতন। বাবা হিসেবে এটাই বোঝাতে চায় সনাতন।

এটা শেয়ার করতে পারো

...

Loading...