ব্রহ্মপুর সম্মেলনী সংঘ

আসন্ন দুর্গা পুজোয় জিয়ো বাংলা শারদ সম্মান উপলক্ষে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছিলেন দক্ষিন কলকাতার ব্রহ্মপুর সম্মেলনি সংঘ ক্লাবের সদস্যবৃন্দ। তাদের এবছরের পুজো নিয়ে সঞ্চালিকা মনীষার সাথে আড্ডায় মেতে উঠেছিলেন ক্লাবের অ্যাসিসটেন্ট সেক্রেটারি পল্লব দাস, সেক্রেটারি উত্তম মন্ডলক্লাব প্রেসিডেন্ট শ্রীলা দে ‘চক্ষুদান মহৎ দান’  আর মরনোত্তর চক্ষুদানকে কেন্দ্র করেই তাঁদের এবারের থিম ‘দৃষ্টিদান’ ৫৪ বছরের পুজোয় মাত্র তিন বছর হল সাবেকিয়ানা ছেড়ে থিম পুজোয় প্রবেশ করেছেন তারা, কিন্তু এই তিন বছরেই গড়িয়া এলাকায় এক অন্যতম পুজো হয়ে উঠেছে ব্রহ্মপুর সম্মেলনী সংঘ। পাড়ার বাসিন্দাদের অক্লান্ত পরিশ্রমে সকলের মন কেড়েছে এই পুজো।ষষ্ঠী থেকে নবমী এই চারদিন ধরে  চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যার প্রধান উদ্যোগ নেন পাড়ার মহিলা সদস্যরা। তাই আপনারাও যদি এই পুজো দেখতে যেতে চান তাহলে কবি সুভাষ গামী যেকোনো মেট্রোতে উঠে মাস্টারদা সূর্য সেন স্টেশন, সেখান থেকে অটোতে করে সোজা পৌঁছে যেতে পারেন ব্রহ্মপুর সম্মেলনী সংঘের পূজা মন্ডপে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...