কি ছিল প্রিয়াঙ্কার স্বপ্ন, জেনে নিন আজকের শো জিয়ো আড্ডায়

স্বপ্ন ছিল নিউজ অ্যাঙ্কর হবেন, কিন্তু হয়ে গেলেন অভিনেত্রী। বিজ্ঞাপন দুনিয়াতেও জনপ্রিয় মুখ। সিনেমার পর্দায় প্রথম তাঁকে দেখা গিয়েছিল 'প্রজাপতি বিস্কুট' ছবিতে। 'জিয়ো বাংলার আড্ডা উইথ অনিন্দিতা সরকার'-এ সেই জার্নির গল্প শোনালেন অভিনেত্রী প্রিয়াঙ্কা মন্ডল।

প্র: বলিউডের দীপিকা ও ঐশ্বর্য্য রাইয়ের মতো অভিনেত্রীদের কেরিয়ার শুরু হয়েছিল টিভি অ্যাড দিয়ে। তোমারও কেরিয়ার শুরু টিভি অ্যাড দিয়ে। শুরুর দিকের জার্নিটা কেমন ছিল?

প্রিয়াঙ্কা মন্ডল: আমার প্রথমে ইচ্ছা ছিল নিউজ অ্যাঙ্কর হওয়ার। আসলে আমি যেটা ভেবেছি তার উল্টোটাই হয়েছে। তাই এখন আমি আর কিছু ভাবি না। যে কাজের সুযোগ আসে সেটাই করার চেষ্টা করি। কেরিয়ার শুরু দিকে একটা বিউটি কনটেস্টে টপ ফাইভ পর্যন্ত আমি গিয়েছিলাম। তারপর থেকেই অনেক অ্যাড কাজ করার সুযোগ আসছিল আমার কাছে। অনেক অডিশনও দিয়েছিলাম অ্যাডে কাজ করার জন্য। ২০১৪ সালে আইপিএল ক্যাম্পেনের একটা অ্যাডের অডিশন দিয়েছিলাম। সেই অ্যাডের জন্য আমাকে সিলেক্ট করা হয়েছিল। তারপর একের পর এক অ্যাডে কাজ করার সুযোগ পেয়েছিলাম।

প্র: বিজ্ঞাপনে কাজ না করলে জানা যায় না যে সেখান কাজ করতে হলে খুব কম সময়ের মধ্যে পারফেক্ট এক্সপ্রেশন দিতে হবে। আর পরিচালক যেমন বলে তেমনটাই দিতে হয়। অনেকের এই ব্যাপারটা সহজাত হয়, আবার অনেকে শিখে নিতে পারে, তোমার ক্ষেত্রে কী ঘটেছিল?

প্রিয়াঙ্কা মন্ডল: না, আমি অনেক অডিশন দিয়েছি। যদি ১২টা ন্যাশনাল ক্যাম্পেন করে থাকি তাহলে তার জন্য ১০০-র বেশি অডিশন দিতে হয়েছে। সেখানে থেকেই আমি শিখেছি।

প্র: অনেকেই তো অডিশন দিতে চান না, তুমি তাদের কী বলবে?
প্রিয়াঙ্কা মন্ডল: আমি প্রচুর রিজেকশন পেয়েছি। কিন্তু তাও অডিশন দিতে গিয়েছি। অডিশন দিতে হবে কারণ ওটাও একটা এক্সপিরিয়েন্স।

প্র: এখন বহু মানুষ ডিপেশ্রনের সমস্যায় ভুগছেন। তাদের উদ্দ্যেশ্যে তুমি কী বলবে?

প্রিয়াঙ্কা মন্ডল: ডিপ্রেশন অনেকেরই হয়। আমারও হয়‌। কিন্তু সেটা যেন এক্সট্রিম পর্যায় না চলে যায়। নিজেকে কীভাবে মোটিভেট করবে, সেটা তোমাকেই বুঝে নিতে হবে। বিভিন্ন মানুষ বিভিন্ন মাধ্যমের দ্বারা মোটিভেট হন।

প্র: বিজ্ঞাপন কাজ করার পর এখন তুমি ছবি করছ। কেমন লাগছে?

প্রিয়াঙ্কা মন্ডল: খুব ভাল লাগছে। শুরু দিকে যখন আমি কয়েকটা বিজ্ঞাপনে কাজ করেছিলাম তখন আমার কাছে ছবিতে অভিনয় করার সুযোগ এসেছিল, কিন্তু আমি করিনি। আমি ভেবেছিলাম আমি হয়তো পারব না। সেই জন্য ‘না’ বলে দিতাম। কিন্তু 'প্রজাপতি বিস্কুট'-এ কাজ করার পর আমি বুঝতে পারলাম আমি পারব।

প্র: তুমি সিনেমা করেছ, ওয়েব করেছ ও পরবর্তী কালেও অনেক নতুন প্রজেক্টে কাজ করবে। নিজেকে কীভাবে তৈরি করছ?

প্রিয়াঙ্কা মন্ডল: আমি দেড় বছর থিয়েটার করেছিলাম। কিন্তু সময় দিতে পারি না বলে সেটা কন্টিনিউ করা হয়নি। শুধুমাত্র ভাল ভাল ছবি দেখি।

প্র: তুমি নিজেকে হিরোইন না চরিত্রাভিনেতা হিসেবে দেখতে চাও? নেগিটিভ চরিত্র করার ইচ্ছা রয়েছে কী তোমার?

প্রিয়াঙ্কা মন্ডল: আমি শুরুতেই বললাম না, আমি এখন আর কিছু ভাবি না। তবে হ্যাঁ, একজন ভাল অভিনেত্রী তো হতে চাই আমি। নেগিটিভ চরিত্রও করতে চাই।

প্র: তোমাকে কোন আর্টিস্ট সবচেয়ে বেশি ইনস্পায়ার করে?

প্রিয়াঙ্কা মন্ডল: কঙ্কনা সেন শর্মা। আমি ওঁর সব ছবি দেখি।

প্র: প্রিয়াঙ্কা কী রান্না করতে পারে?

প্রিয়াঙ্কা মন্ডল: হ্যাঁ।

প্র: কোন ব্যাপারে খুব রাগ হয়?

প্রিয়াঙ্কা মন্ডল: মিথ্যা কথা বললে।

প্র: তুমি তার মানে মিথ্যা কথা বলো না।

প্রিয়াঙ্কা মন্ডল: না, বলি না। কিন্তু কোনও কথা বলতে না চাইলে আমি এড়িয়ে যাই।

প্র: বেড়াতে যেতে সবাই ভালবাসে, তোমার কোথায় যাওয়ার ইচ্ছা?

প্রিয়াঙ্কা মন্ডল: দুটো জায়গায়। একটা হল গ্ৰিস আর একটা প্যারিস।

প্র: তোমার নতুন কী প্রোজেক্ট আমরা দেখতে পাবো?

প্রিয়াঙ্কা মন্ডল: পরের বছর জানুয়ারি মাসে একটা ছবি রিলিজ করবে, একটা ওয়েব সিরিজ আসবে, আর একটা মিউজিক ভিডিয়ো আসছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...