বাংলা, ওড়িয়া, হিন্দি ছবিতে অভিনয়ের পাশাপাশি জনপ্রিয় দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে মিউজিক ভিডিয়োতে নজর কেড়েছেন। ব্যস্ত অভিনেত্রী হিসেবে মুম্বই শহরে নিজের পরিচিতি তৈরি করলেও ছোটবেলায় অভিনেত্রী হওয়ার ইচ্ছেই ছিল না। অভিনেত্রীর নাম মালবিকা বন্দোপাধ্যায়। 'জিয়ো আড্ডা উইথ অনিন্দিতা সরকার' অনুষ্ঠানে নিজের অভিনয় জীবনের জার্নি শেয়ার করলেন অভিনেত্রী মালবিকা বন্দ্যোপাধ্যায়
প্র: মালবিকা তোমার জার্নিটা কীভাবে শুরু হয়েছিল?
মালবিকা বন্দোপাধ্যায়: আমার বাবা থিয়েটার করতেন। এছাড়াও আমার বাড়িতে নাচ ও গানের চর্চা ছিল। কিন্তু আমি পড়াশোনা ছাড়া কিছুই বুঝতাম না। আমার দিদি অভিনেত্রী। দিদি আমাকে জোর করে নাচের শোতে পারফর্ম করতে পাঠাতেন। আমার বোন আমার নাম একটা বিউটি প্রতিযোগিতায় দিয়েছিল। সেই প্রতিযোগিতা জেতার পর আমার অভিনয় জীবন শুরু হয়েছিল। তবে অভিনয় করতে করতেই আমি আমার পড়াশোনা শেষ করেছি।
প্র: তুমি বললে তোমার বাবা থিয়েটার করতেন, তুমি কী থিয়েটার করেছ?
মালবিকা বন্দোপাধ্যায়: না, আমি কোনও দিনও থিয়েটার করিনি। ছোটবেলায় পাড়ার কোনও নাটকে অভিনয় করেছিলাম।
প্র: মালবিকাকে আমরা টেলিভিশনের পর্দায় দেখতে পেলাম না কেন?
মালবিকা বন্দোপাধ্যায়: প্রথম দিকে আমি প্রচুর টিভির অফার পেয়েছি। টিভিতে আমায় দেখা যায়নি, কারণ আমি করতে চাইনি। আসলে আমি একটু আরাম প্রিয় মানুষ, তাই টেলিভিশনের পর্দায় ১২-১৩ ঘন্টা কাজ করাটা আমার পক্ষে সম্ভব না।
প্র: তুমি বাংলা ছেড়ে হিন্দি ইন্ডাস্ট্রিতেও কাজ করতে শুরু করেছ। তাই যারা বম্বেতে গিয়ে কাজ করতে চান তাদের উদ্দেশ্যে তুমি কী মেসেজ দেবে?
মালবিকা বন্দোপাধ্যায়: শুধুমাত্র ভারত কেন সারা পৃথিবী থেকে প্রচুর অভিনেতা-অভিনেত্রীরা বম্বে আসেন হিন্দি ছবিতে অভিনয় করার জন্য। নিজের কমফোর্ট জোনের বাইরে গিয়ে কাজ করতে হয়। সেখানে কম্পিটিশন অনেক বেশি তাই কোনও কাজ ‘হচ্ছে না’ বা ‘পারবো না’ বললে তারা শুনবেন না। এখান থেকে যখন আমি বম্বে গিয়েছিলাম 'জি মিউজিক'-এর 'দিলবার' মিউজিক ভিডিয়োর শ্যুট করতে। যদিও শ্যুটিং হয়েছিল লাদাখে। তখনকার মালবিকা আর এখনকার মালবিকার অনেক পার্থক্য রয়েছে। এই পার্থক্যটা বম্বে গিয়ে একা থাকতে থাকতে তৈরি হয়েছে।
প্র: মালবিকা যে একা থাকে, সেই কী রান্না করতে পারে?
মালবিকা বন্দোপাধ্যায়: হ্যাঁ, মালবিকা এখন সব পারে। লকডাউনের সময় আমি একাই বম্বেতে ছিলাম তখন বাড়ির কাজ করার পাশাপাশি অনেক রান্নাও করেছি আমি।