সোজাসাপ্টা কথা বলার স্বভাবটাই আমার সবচেয়ে বেশি ভাল লাগেঃ চৈতি ঘোষাল

অনেক ছোট বয়সে অভিনয়ে হাতেখড়ি। 'ডাকঘর' নাটকে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শম্ভু মিত্রের সঙ্গে অভিনয় দিয়ে অভিনয় জগতের যাত্রা শুরু করেছিলেন চৈতি ঘোষাল। তারপর বাংলা 'আবার অরণ্য', 'আত্মীয়স্বজন', 'তোমার রক্তে আমার সোহাগ'-এর মতো বাংলা ছবিতে অভিনয় করেছেন তিনি। বাঙালি দর্শকদের মধ্যে 'জামাই রাজা' ধারাবাহিকের জন্য বেশি জনপ্রিয়। জিয়ো আড্ডা উইথ অনিন্দিতা সরকার অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের অভিনয় জীবনের নানা অভিজ্ঞতার গল্প তুলে ধরলেন অভিনেত্রী চৈতি ঘোষাল।

প্র: চৈতিদি, তোমার অভিনয়ের যাত্রা একদম ছোটবেলায় শুরু হয়েছিল থিয়েটার দিয়ে।

চৈতি ঘোষাল: হ্যাঁ, 'ডাকঘর' নাটকের অমল চরিত্রটা আমি করেছিলাম। সেখানে আমার সহঅভিনেতা ছিলেন কিংবদন্তি নাট্য ব্যক্তিত্ব শম্ভু মিত্র। সত্যিই খুব লাকি ছিলাম তাই মাত্র পাঁচ বছর বয়সে সেই নাটকে অভিনয় করার সুযোগ পেয়েছিলাম।

প্র: ভাল অভিনেতা হতে গেলে থিয়েটারের প্রশিক্ষণ সাহায্য করে। কিন্তু আজকের প্রজন্মের বহু ছেলে-মেয়েরা বলে থিয়েটার করার সময় নেই। তুমি কী বলবে এই বিষয়ে নিয়ে?

চৈতি ঘোষাল: সত্যি এটা বলে নাকি?  আমি সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে আজকের প্রজন্মের বহু অভিনেতা সঙ্গে কথা বলেছি তারা কিন্তু এমন কথা বলে না। হ্যাঁ, অনেকে হয়তো সময় পায় না থিয়েটার করার। সেই জন্য করতে পারে না।

প্র: তুমি মঞ্চ, টেলিভিশন, সিনেমা এই তিন মাধ্যমেই কাজ করেছ। কিন্তু কোনটা তোমার কাছে সবচেয়ে প্রিয়?

চৈতি ঘোষাল: আমার পরিচিতি এসেছে টেলিভিশন কাজ করার সুবাদে। এটা মানতেই হবে। কিন্তু এখনও বহু মানুষ রয়েছেন যারা জানেন আমি 'রক্তকরবী'র মতো নাটকেও অভিনয় করেছি।

প্র: এত বছর ধরে তুমি অভিনয় করছ, তোমার মনে কী কোনও আক্ষেপ রয়েছে?

চৈতি ঘোষাল: আক্ষেপ আমার নেই‌। তবে এটা ঠিক যে বেশ কিছু ভাল ছবিতে কাজ করার সুযোগ আমি যদি পেতাম তাহলে হয়তো আমার ভাল হত। তাই আমার মনে হয় 'আই ডিজার্ভ বেটার'।

প্র: চৈতি ঘোষালের কোন জিনিসটা সবচেয়ে কম পছন্দ হয়?

চৈতি ঘোষাল: আমি বড্ড বেশি সোজাসাপ্টা কথার জবাব দিয়ে ফেলি। এটার জন্য আমার বন্ধুবান্ধবেরাও মাঝে মধ্যে আমাকে আটকানোর চেষ্টা করে।

প্র: কোন জিনিসটা তোমার খুব পছন্দের?

চৈতি ঘোষাল: সোজাসাপ্টা কথা বলার স্বভাবটাই আমার সবচেয়ে বেশি ভাল লাগে।

প্র: আজকের প্রজন্মের ছেলে-মেয়েরা অভিনয় জগতে আসলে তাদের কী টিপস দেবে তুমি?

চৈতি ঘোষাল: প্রথম তোমার শরীরটা তোমাকে ঠিক রাখতে হবে। এছাড়াও যারা অভিনয় না জেনে আসছেন তাদের অভিনয়ের হাতেখড়িটা দরকার। কারণ শুধুমাত্র টাকা রোজগার করাটা সব নয়। ভাল অভিনয় করলে কা

এটা শেয়ার করতে পারো

...

Loading...