শিশুদের দেরীতে কথা বলার সমস্যা কেন হয়?

জন্মের পর মোটামুটি এক বছর বয়স থেকেই শিশুরা নিজের বাবা-মা'র কথা শুনে প্রতিক্রিয়া করতে শুরু করে। কান্না বা হাসি বাদে প্রথমে কিছু অর্থহীন স্বর উচ্চারণ থেকে আধোবুলি ও পরে ভাঙা ছোট শব্দ এভাবেই শুরু হয় শিশুর কথা বলা। অনেক শিশু দেরীতে কথা বলতে শেখে। তবে চার বছরের পরেও শিশুরা কথা বলতে না পারলে বুঝতে হবে তাদের স্পিচ ডিল জাতীয় সমস্যা রয়েছে। এই ধরনের সমস্যার চিকিৎসা সম্পর্কে জানালেন কনসালটেন্ট পেডিয়াট্রিশিয়ান অ্যান্ড নিউওনাটোলজিস্ট (Consultant Pediatrician & Neonatologist) ডাঃ সুমন্ত ভট্টাচার্য।

কনসালটেন্ট পেডিয়াট্রিশিয়ান অ্যান্ড নিউওনাটোলজিস্ট (Consultant Pediatrician & Neonatologist) ডাঃ সুমন্ত ভট্টাচার্য বলেছেন, শিশুদের তিন ধরনের ডেভলপমেন্ট হয়। যার মধ্যে একটি হল স্পিচ ডেভলপমেন্ট। অনেক সময় শিশুরা দু'বছর বয়সের পরেও একটার বেশি ওয়ার্ড ফেজ বলতে পারে না। স্পীচ সংক্রান্ত সমস্যা থাকলেই তারা একটার বেশি ওয়ার্ড ফেজ বলতে পারে না। যদিও অনেক সময় জেনেটিক কারণেও এই সমস্যা দেখা দিতে পারে। কিন্তু ল্যাঙ্গুয়েজ ডিলের সমস্যা অনেক সময় কথা না শোনার জন্যও হতে পারে। মুখের মাসলের সমস্যা থাকলেও কথা বলতে সমস্যা দেখা দিতে পারে।

আজকের যুগে স্পিচ ডিলে হতে পারে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার থাকলে। তাই শিশুদের স্পিচ ডিলের সমস্যা হলে চিকিৎসদের আগে জানতে হবে তার অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার আছে কি না।

তবে স্পিচ ডিলের জন্য তোতলানো একটা কারণ হতে পারে। এই সমস্যা থাকলে অনেক সময় শিশুকে মা-বাবা বলে না তোতলে কথা বলার জন্য। কিন্তু সেই শিশু ধীরে ধীরে কথা বলাই বন্ধ করে দেয়। তবে এই কথা বলার সমস্যা যদি চার বছরের বেশি সময় ধরে থাকে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

কথা বলার সময় শিশুদের এই ধরনের সমস্যা দেখা দিলে বিভিন্ন ধরনের স্পিচ থেরাপি, মুখের মাসলের এক্সারসাইজ ও অন্য শিশুদের সঙ্গে মিশতে দিতে হবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...