মা সিরিয়ালেই 'হীরা আম্মা'কে আজও মনে রেখেছে দর্শক। সমান জনপ্রিয় হীরা আম্মার অভিনেত্রী সোমা বন্দোপাধ্যায়। দীর্ঘ ২৫ বছরের অভিনয় জীবনে বহু সিরিয়াল ও ছবিতে অভিনয় করেছেন তিনি। যার মধ্যে অন্যতম হল 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি'। দীর্ঘ অভিনয় জীবনের অভিজ্ঞতার গল্প এবার জিয়ো বাংলার পর্দায় জানালেন তিনি।
প্র: আপনার পুরো জার্নিটা কীভাবে দেখবেন?
সোমা বন্দোপাধ্যায়: ছোটবেলা থেকে আমার জানি পড়াশোনা করতে হবে। গতানুগতিক বাবা-মা'রা চায় যে তার মেয়ের সুন্দর বিয়ে হোক, ভাল ভাবে জীবনযাপন করুক। কিন্তু এই জীবনযাপনের পাশাপাশি অভিনয় করাটাও আমার কাছে একটা যাপন। আমার পরিবারের সকলে আমার পাশে আছে বলেই আজ আমি এত দূরে আসতে পেরেছি।
প্র: কত বছর আপনি ইন্ডাস্ট্রিতে রয়েছেন?
সোমা বন্দোপাধ্যায়: আমি ২৫ বছর ধরে মেগা সিরিয়াল করছি। ১৯৯৬ সালে 'জন্মভূমি' বলে একটা সিরিয়াল হয়েছিল। আমি সাত বছর সেখানে অভিনয় করেছিলাম। আমি তখন এম.এ কমপ্লিট করছিলাম। ঐ সিরিয়ালে কাজ করার সময়ে আমার বিয়ে হয়। কয়েক বছর পর আমার সন্তান জন্মায়। তখনও আমি 'জন্মভূমি'তে অভিনয় করেছিলাম।
প্র: আপনার নতুন যে চরিত্রটি টেলিভিশনের পর্দায় আসতে চলেছে তার সম্পর্কে কিছু বলুন?
সোমা বন্দোপাধ্যায়: 'কালার্স বাংলা' পর্দায় আসতে চলেছে 'ইন্দ্রাণী'। অনেক দিন পর একটা অন্য ধরনের গল্প পেলাম। বাবু মল্লিক সিরিয়ালের পরিচালক। আমি 'ইন্দ্রানী'র শাশুড়ির চরিত্রে অভিনয় করেছি। আমি শাশুড়ি হিসেবে বলছি প্লিজ আমাদের সিরিয়ালটা দেখুন।
প্র: 'ইন্দ্রানী', 'অপরাজিতা অপু' ও সিনেমার মধ্যে 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' ছবিতে আপনাকে শাশুড়ির ভূমিকায় দেখা গিয়েছিল। এদের মধ্যে কোন চরিত্রটা আপানার সবচেয়ে কাছের?
সোমা বন্দোপাধ্যায়: তিনটে তিন রকমের। 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' ছবির চরিত্র ও গল্প দুটোই আমার খুব প্রিয়। 'অপরাজিতা অপু'তে রোহন আমার ছেলের ভূমিকায় অভিনয় করেছিলেন। তার আগে ওর প্রত্যেকটা সিরিয়ালে আমি মায়ের চরিত্রে অভিনয় করেছিলাম। আর 'ইন্দ্রানী' সিরিয়ালে আবার আমার চরিত্রটা আলাদা ছিল।
প্র: এরকমই একটা জনপ্রিয় সিরিয়াল 'মা'। সেই সিরিয়ালে আপনার অভিনীত চরিত্রটি সকলের মনে জায়গা তৈরি করেছিল। এই বিষয়ে কী বলবেন আপনি?
সোমা বন্দোপাধ্যায়: এসভিএফ-এর সকলকে এই জন্য আমি ধন্যবাদ জানাই। আমার কিন্তু মনে হয়েছিল যে বাংলা সিরিয়ালে এমন একটা চরিত্র সকলের ভাল নাও লাগতে পারে। ওরা আমাকে বলেছিল তুমিই পারবে। আজও বহু মানুষ হীরা আম্মাকে মনে রেখেছে।
প্র: আপনাকে দর্শক এত চরিত্রে অভিনয় করতে দেখেছে। কিন্তু আপনার কী কোনও স্বপ্নের চরিত্র রয়েছে। সেই চরিত্রটা কী?
সোমা বন্দোপাধ্যায়: 'ওয়েট আনটিল ডার্ক' একটা ক্লাসিক মুভি। নাটকে সেই ছবির একটি চরিত্রে আমার অভিনয় করার ইচ্ছা রয়েছে। আমি সেখানে ঐ অন্ধের চরিত্রটা করতে চাই।