অনেক ছাত্রছাত্রীই আছে যারা ক্রিয়েটিভ দিকে নিজেদের কেরিয়ার গড়তে চায়। তাদের জন্য বিভিন্ন ধরনের কোর্স ব্যবস্থা রয়েছে 'আই এন আই এফ ডি ডিজাইন ইনস্টিটিউট'-এ। আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে এখানে ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়াও ছাত্র-ছাত্রীদের দিয়ে বিভিন্ন প্রজেক্টের কাজ করানো যাতে বোঝা যায় তারা শিখতে পেরেছে কিনা। সম্প্রতি এই শিক্ষা প্রতিষ্ঠানের সেন্টার ম্যানেজার অর্ণব রায় জিয়ো বাংলার প্রতিনিধিকে জানিয়েছেন ইনস্টিটিউটের শিক্ষা ব্যবস্থা ও কোর্সগুলি সম্পর্কে।
তিনি বলেছেন, সেরা হওয়ার স্বপ্ন দেখেছি আর ছাত্র-ছাত্রীদেরও সেই স্বপ্ন দেখিয়েছি। এখানে সুপ্রশিক্ষণের মাধ্যমে ফ্যাশন ডিজাইনিং ও ইন্টেরিয়র ডিজাইনিংয়ের কোর্স করানো হয় যাতে ছাত্র-ছাত্রী এই ইন্ডাস্ট্রিতে নিজেদের কেরিয়ার গড়তে পারে। এখানে ডিজাইনিংয়ের ছাত্র-ছাত্রীদের জন্য সব ধরনের ল্যাবের ব্যবস্থা রয়েছে। যার ফলে তারা নিজেদের কাজের প্র্যাকটিস করতে পারেন। কোর্স শেষ করার পর আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট দেওয়া হয় সকল ছাত্র-ছাত্রীদের।