শ্যুটিং সেটে ইউপিএসসি-আইএএস প্রস্তুতি আর অভিনয় চলে একসঙ্গে, ইন্দ্রাক্ষীর অনুপ্রেরণা প্রিয়াঙ্কা চোপড়া

কলকাতায় বড় হয়ে ওঠা কিন্তু অভিনয়ের সুবাদে মুম্বই যেতে হয়েছে তাঁকে। অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি ইউ পি এস সি ও আই এ এস-এর পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন তিনি। হিন্দি টেলিভিশন জগতের এই বাঙালি অভিনেত্রী ইন্দ্রাক্ষী কাঞ্জিলাল। কীভাবে হিন্দি ধারাবাহিক 'পুষ্পা দ্য ইমপসিবল'-এ অভিনয় করার সুযোগ পেয়েছিলেন। সেই গল্প শেয়ার করলেন ‘টলিকথা’র আড্ডায়।

প্র: কলকাতায় তুমি বড় হয়েছ তারপর হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য মুম্বই গিয়েছ। কতটা চ্যালেঞ্জিং ছিল এই জার্নিটা?

ইন্দ্রাক্ষী কাঞ্জিলাল: অনেকটাই চ্যালেঞ্জিং ছিল। আমি প্রথমে জানতাম না শ্যুটিংয়ের টেকনিক্যাল কাজগুলো। আস্তে আস্তে শিখেছি। আমি প্রোডাকশন হাউজকে ধন্যবাদ জানাতে চাই এই সুযোগ করে দেওয়ার জন্য।

প্র: আমাদের বাঙালিদের হিন্দিতে একটা বাংলা টান থেকেই যায় কিন্তু তোমার প্রথম কাজ একদম মুম্বাইতে। এছাড়াও সেখানে অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা কেমন ছিল?

ইন্দ্রাক্ষী কাঞ্জিলাল: হ্যাঁ, হিন্দিতে কথা বলার সময় বাংলার টোনটা চলেই আসে। বিশেষ করে আমি গুজরাটি মেয়ের চরিত্রে অভিনয় করছি তাই জন্য আরও বেশি সমস্যা হয়েছে। সেই জন্য নয় মাস ধরে আমি প্র্যাকটিস করছি যাতে কীভাবে হিন্দিটা আরও ভাল করে বলতে পারি। আর সহ অভিনেতা যারা আছে তাদের প্রায় সকলের সঙ্গে আমরা ভাব রয়েছে। কিন্তু সব জায়গায় কিছু ভাল মানুষ আবার কিছু খারাপ মানুষ রয়েছে। তাই চেষ্টা করি খারাপ মানুষদের এড়িয়ে চলতে।

প্র: তোমার কেরিয়ার শুরু হয়েছিল মডেলিং দিয়ে। সেখান থেকে অভিনয় জগতে আসা। তুমি কি আগে থেকেই ভেবেছিলে যে তুমি অভিনেত্রী হবে?

ইন্দ্রাক্ষী কাঞ্জিলাল: ছোটবেলা থেকেই আমি মডেলিং করা শুরু করেছিলাম। স্কুলে সবাই জানত যে আমি মডেলিং করি। কিন্তু মডেলিং করলেও আমার লক্ষ্য ছিল অভিনেতা হওয়ার। এখন আমি নিজেকে অভিনেত্রী বলতে পারি কারণ আমি অভিনয় করেছি। কিন্তু এখান থেকে নিজের এমন একটা জায়গা তৈরি করতে হবে। যেখান থেকে মানুষ আমাকে চিনবে। অনেকটা দীপিকা পাড়ুকোনের মতো।

প্র: তোমার রোল মডেল কী দীপিকা পাড়ুকোন?

ইন্দ্রাক্ষী কাঞ্জিলাল: না, আমার রোল মডেল দীপিকা নয়, প্রিয়াঙ্কা চোপড়া। সবাই এক সময় কালো কালো বলে মক করত প্রিয়াঙ্কাকে। কিন্তু তাও আজ ও এত সফল। 'নিউ ইয়ক টাইমস'-এর মতো নিউজ পেপারে প্রিয়াঙ্কাকে নিয়ে লেখা বেরিয়ে ছিল। আমি যদি এক ঘন্টা প্রিয়াঙ্কা চোপড়াকে কথা বলতে শুনি তখন আমি ইন্সপায়ার্ড হয়ে যাই।

প্র: তুমি অভিনয়ের পাশাপাশি ইউপিএসসি ও আইএএস-এর জন্য প্রিপারেশন নিচ্ছ। কিন্তু কীভাবে?

ইন্দ্রাক্ষী কাঞ্জিলাল: আমি নিজেও মাঝে মাঝে ভাবি কীভাবে এটা সম্ভব। এটা একটা অ্যাডভেঞ্চারের মতো। আমার খুব ভাল লাগে। আমি অ্যাক্টিংও করি মডেলিং করি তার সঙ্গে সময় বের করে নিই পড়াশোনার জন্য। শ্যুটিংয়ের মাঝে যখন ফাঁক সময় পাই তখন পড়াশোনা করি। কারণ অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি পড়াশোনা করাটাও খুব জরুরি।

প্র: তোমার যখন প্রথম অডিশন ছিল 'পুষ্পা দ্য ইমপসিবল'-এর জন্য তখন কেমন লাগছিল?

ইন্দ্রাক্ষী কাঞ্জিলাল: প্রথমে আমার অনলাইন অডিশন হয়েছিল। আমি যখন অনলাইন অডিশনও দিচ্ছিলাম তখন আমার মনে হচ্ছিল "আমি সিলেক্ট হবো না তাও দিয়ে দিই।" আমি তিন দিনে ৯০ বার অডিশন দিয়েছিলাম। ব্যাপারটা দেখে প্রোডিউসারও অবাক হয়ে গিয়েছিল। তারপর তিনি জানিয়েছিলেন 'প্রার্থনার' চরিত্রটা আমি করতে পারব।

প্র: বাংলার মেয়ে বাংলায় কাজ করবার ইচ্ছা রয়েছে?

ইন্দ্রাক্ষী কাঞ্জিলাল: ভীষণ, আমি বাংলাকে খুব ভালবাসি। তবে সিরিয়াল করার মতো সময় আমার হবে না কিন্তু সিনেমায় কাজ করবার সুযোগ পেলে ছাড়ব না। আমি কিছু অফার পেয়েছি কিন্তু দেখি কী হয়...  

এটা শেয়ার করতে পারো

...

Loading...