পুজোয় সাজুন ইন্দো-ওয়েস্টার্নে

বাঙালির কাছে দুর্গা পুজো মানেই নতুন নতুন জামাকাপড় ও খাবার-দাবার। কিন্তু কেমন হবে পুজোর সাজ, ট্রেন্ডি নাকি ট্র্যাডিশনাল সেই নিয়ে টস চলতেই থাকে মনে মনে। পুজোর আগে থেকেই নতুন নতুন লুক ট্রাই করেন সকলে।  এবার এবছর পুজো উপলক্ষে ইন্দো-ওয়েস্টার্ন পোশাকের কালেকশন দেখালেন ফ্যাশন ডিজাইনার ইন্দ্রানী মিত্র।

ফ্যাশন ডিজাইনার ইন্দ্রানী মিত্র বলেছেন, দুর্গা পুজোর আগে থেকেই পুজোয় কী সাজগোজ করবে এই প্রশ্ন জাগে সকলের মনেই। দুর্গা পুজোর জন্য ডিজাইনিং শাড়ি, লেহেঙ্গা, পাঞ্জাবি পরা যেতে পারে। কিন্তু বন্ধুদের সঙ্গে যে দিন ঠাকুর দেখতে যাবে সেদিন কিছু ক্যাজুয়াল পোশাক পরা যেতে পারে।

এমনই কিছু ইন্দো-ওয়েস্টার্ন পোশাকের কালেকশন দেখতে চলেছেন ফ্যাশন ডিজাইনার ইন্দ্রানী মিত্র।

প্রথম কালেকশনে, একটি কুরুশের কাজ ও জারদৌসির কাজ করা একটি শাড়ি দেখানো হয়েছে। ব্লাউজের লুকটা একদম মর্ডান রাখা হয়েছে। কোনও অফিস পার্টির জন্য এই লুকটা দারুন মানাবে।

দ্বিতীয় কালেকশন, একটি পাঞ্জাবি দেখানো হয়েছে। যেটাতে মর্ডান লুক দেওয়ার জন্য বোতামের বদলে জিপ ব্যবহার করা হয়েছে। গরমেও এই পোশাকটি যথেষ্ট কম্ফোটেবেল।

তৃতীয় কালেকশনে, ইক্কত আর জারদৌসির কাজ করা একটি শাড়ি দেখানো হয়েছে। ব্লাউজের ডিজাইনেও নতুনত্ব আনা হয়েছে। এই শাড়িটি যে কোনও পার্টিতে পরার জন্য একদম পারফেক্ট।

চতুর্থ কালেকশনে, পুরুষদের জন্য একটি কালো পাঞ্জাবি দেখানো হয়েছে। হ্যান্ডলুম আর ইক্কতের কাজ আছে পাঞ্জাবি জুড়ে।

পঞ্চম কালেকশনে, একটা লেহেঙ্গা ও টপ দেখানো হয়েছে। একটি কাফতানকে কেটে এই টপটি বানানো হয়েছে। পার্টি বা কোনও অনুষ্ঠানে যাওয়ার আগে এই লুক ট্রাই করা যেতে পারে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...