‘মেগা ট্রেড ফেয়ার’-এ মেতে উঠেছে শহরবাসী...
‘মেগা ট্রেড ফেয়ার’-এ চলছে এক অভিনব গেম শো। আর গেম-এ অংশগ্রহণ করলেই মিলছে মেলায় কেনাকাটা করার জন্য আকর্ষনীয় ডিসকাউন্ট। কেমন সেই ‘গেম শো’ তা জানতে হলে দেখে নিন এই ভিডিও টি......
মেগা ট্রেড ফেয়ার-এ পাওয়া যাচ্ছে আধুনিক নকশার কার্পেট যা সম্পূর্ণ হাতে বোনা। আধুনিক প্রযুক্তি ব্যবহার না করে ঐতিহ্যের উপর ভরসা রেখেছেন তারা। জেনে নিন সর্বনিম্ন কত টাকায় পাওয়া যাচ্ছে এই কার্পেট.....
অতিরিক্ত গরমের কারণে বাইরে বেরোনো বেশ কষ্টসাধ্য ব্যাপার তা একবাক্যে স্বীকার করে নেবেন শহরবাসী। এ.সি তে সবসময় থাকাও আবার শরীরের পক্ষে ভাল নয়। কিন্তু যদি হাতের কাছে এরকম একটি জিনিষ পাওয়া যায় যা কুলারের মতোই ঠান্ডা হাওয়া দেবে অথচ কোনো জল লাগবে না, কেমন হয় তাহলে? সেই খোঁজই রইল আপনাদের জন্য.....
'কলকাতা আন্তর্জাতিক মেগা ট্রেড ফেয়ার'-এর আজ অন্তিম দিন। বহু মানুষ স্টল দিয়েছিলেন এই মেলায়। পুরো মেলা তারা কেমন কাটালেন, কেমন হল বিকি-কিনি, এতদিন ধরে চলা এই মেলার একেবারে শেষ দিনে বিক্রেতারা বা কি বললেন, সবকিছুই ধরা পড়ল 'জিয়ো বাংলা'র পর্দায়।
মেগা ট্রেড ফেয়ার-এর মূল সংগঠকের সঙ্গে কথপোকথনে 'জিয়ো বাংলা'র প্রতিনিধি ঋত্বিকা ঘোষ দস্তিদার। শুনে নেব তাঁদের পরবর্তী পরিকল্পনার কথা।
মেগা ট্রেড ফেয়ার-এর এক 'কুশন' স্টলে হাজির জিয়ো বাংলা। দেখা নিন শৌখিন বাহারি কুশন এর আকর্ষণীয় সম্ভার।
আগে শীতকাল অবধি অপেক্ষা করতে হত মেলার আনন্দকে উপভোগ করার জন্য। কিন্তু এখন ১২ মাসই মেলা। তাই 'কলকাতা আন্তর্জাতিক মেগা ট্রেড ফেয়ার'-এর একেবারে শেষদিনে শহরবাসীদের থেকে জেনে নেব তাঁদের কেমন লাগলো এই মেলা।