হাড্ডাহাড্ডি লড়াইয়ে এফ.এফ.এফ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে বিজয়ী এস.বি.আই কন্ট্রা

ভারতীয়দের কাছে ক্রিকেট মানেই প্রাণ। বর্তমানে দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা হল ক্রিকেট। উত্তর হোক বা দক্ষিণ দেশের সব রাজ্যেই ক্রিকেট ভক্তের অভাব হবে না। দেশে এই জনপ্রিয় খেলার বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রত্যেক বছর। গত বছর থেকে এই ধরনের একটি ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছে কলকাতায়। যার নাম এফ.এফ.এফ প্রিমিয়ার লিগ। ২০২১ সালের মতো এই বছরেও এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

WhatsApp Image 2022-02-01 at 11.51.35 AM (3)

২০২২ সালে কলকাতা শহরের সল্টলেক সেক্টর ফাইভের এসটাডিও গত ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল এই ক্রিকেট লিগের দ্বিতীয় সিজন। এবছর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন মোট আটটি দল। তবে এই দলগুলির মধ্যে শেষ পর্যন্ত জয়ী হয়েছে এস.বি.কন্ট্রা। আর এই সিজনের রানার আপ হয়েছে ওয়াইট ও.এ.কে ক্যাপিটাল। প্রত্যেক বছর ফিন্যান্সিয়াল ফ্রিডম ফেটারনিটি। মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির বহু সংস্থা যুক্ত আছেন এই প্রতিযোগিতার সঙ্গে।

 

WhatsApp Image 2022-02-01 at 11.51.37 AM

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির সংস্থার কর্মকর্তারা। এস.বি.আই, এল.আই.সি, ও.এ.কে ক্যাপিটালের মতো সংস্থার কর্মকর্তারা যোগদান করেছিলেন এই প্রতিযোগিতায়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...