Hydrafacial Treatment: হাইড্রা ফেসিয়াল করা কেন প্রয়োজন?

হাইড্রা ফেসিয়াল করা কেন প্রয়োজন? কী কী উপকার পাবেন এই স্কিন ট্রিটমেন্ট থেকে? এটি কি সব ধরনের ত্বকেই করা যায়? এই ট্রিটমেন্টের স্টেপগুলি কী কী? কত দিন স্থায়ী হয়? এই স্কিন ট্রিটমেন্ট থেকে কোনও পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে? বিস্তারিত জানালেন মেকআপ আর্টিস্ট সুমন অধিকারী (Suman Adhikary, Makeup Artist)

 

হাইলাইটসঃ
১। হাইড্রা ফেসিয়াল কী?
২। এই ফেসিয়ালের কী কোন পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে?
৩। ত্বকের যত্ন নেবেন কীভাবে?

 

হাইড্রা ফেসিয়াল কী?

'হাইড্রা' কথাটির অর্থ হল জল। জলের সাহায্যে যে ফেসিয়াল করা হয়, তাকে বলে হয় হাইড্রা ফেসিয়াল। পূর্বে সম্পূর্ণটাই হতো ম্যানুয়ালি। কিন্তু বর্তমানে ফেসিয়াল ট্রিটমেন্টে একটি নতুন যন্ত্র এসেছে, যার মাধ্যমে জলের সাহায্যে ফেসিয়াল করা হয়, সেকারণেও এর নাম হাইড্রা ফেসিয়াল। এটি একটি নতুন সংযোজন।

এই ফেসিয়ালের কী কোন পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে?

সাধারণত ম্যানুয়াল ফেসিয়াল যেভাবে ত্বকের উপরে কাজ করে হয় হাইড্রা ফেসিয়ালও একইভাবে কাজ করে। তাই এর কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

সব ধরনের মানুষ এই ফেসিয়াল করতে পারে। শুধুমাত্র যাদের ফটো সেনসিটিভ ত্বক, তারা এই ফেসিয়াল না করা উচিত।

এই ফেসিয়ালের প্রসেসগুলি কী কী?

১। ক্লিনজিং
২। স্ক্রাব
৩। ক্রিম ম্যাসাজ

কোন বয়সের পুরুষ ও মহিলারা এই ফেসিয়াল করতে পারেন?

১৮ বছর বয়সের পর থেকে যেকোনো পুরুষ ও মহিলারা এই ফেসিয়াল করতে পারেন। কিন্তু মনে রাখতে হবে শুধু ফেসিয়াল করলেই হবে না, এরপরে নিজের ত্বকের যত্ন নিতে হবে।

ত্বকের যত্ন নেবেন কীভাবে?

১। সারাদিন পর বাড়ি ফিরে ভালো করে ত্বক ক্নিনজিং করা
২। ১৫ দিন অন্তর ত্বক ডিট্যান করা
৩। প্রতিদিন সান্সক্রিম ব্যবহার করুন।

ডি ট্যান মাস্ক:
১। টকদই-এর সাথে ময়দা
২। টম্যাটো পালপ
৩। আলুর রসের সঙ্গে ব্যাসন

এটা শেয়ার করতে পারো

...

Loading...