প্যাচপ্যাচে গরমেও গলবে না মেকআপ, কী উপায়ে?

দুর্গা পুজোর আর বেশি দিন বাকি নেই। এখন থেকেই শুরু হয়ে গিয়েছে পুজোর প্রস্তুতি। এবার পুজোতে ট্রেন্ডে রয়েছে নানা মেকআপ লুক। কিন্তু যেভাবেই মেকআপ করা হোক না কেন, প্যাচপ্যাচে গরমে মেকআপ ঠিক গলবেই।‌ কীভাবে মেকআপ করলে গরম আর ঘামে গলবে না মেকআপ, সেই পদ্ধতি দেখালেন মেকআপ আর্টিস্ট শাফকাত জায়েদ।

মেকআপ আর্টিস্ট শাফকাত জায়েদ (Shafquat Zaid) বলেছেন, হিউমিডিটির ফলে মেকআপ উঠে যাওয়ার সম্ভবনা সবচেয়ে বেশি। কিন্তু একটি বিশেষ পদ্ধতি রয়েছে। এই পদ্ধতি মেনে যদি মেকআপ করা যায় তাহলে মেকআপ উঠে যাবে না। খুব সহজ এই পদ্ধতি। অনেক সময় ফাউন্ডেশন ব্যবহার করার পর মুখটা আরও ডার্ক হয়ে যায়। কিন্তু মেকআপ করার সময় যদি সঠিক শেডের ফাউন্ডেশন ব্যবহার করা হয় তাহলে এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হবে না। চোখে কাজল ব্যবহার করার অনেকক্ষণ পর সেই কাজল উঠে যায়। তাই কাজল ব্যবহার করার সঠিকভাবে অ্যাপলাই করতে। তাহলে আর উঠে যাবে না।

এবার মেকআপ যাতে উঠে না যায় তার জন্য সঠিক পদ্ধতিতে মেকআপ করার নিয়ম দেখাচ্ছেন মেকআপ আর্টিস্ট শাফকাত জায়েদ।

মেকআপ করার আগে ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করে নিতে হবে। তারপর টিসু পেপার দিয়ে ড্যাপ করে নিতে হবে। তাতে ময়েশ্চারাইজার উপরের লেয়ারটা উঠে যাবে। এবার ক্যারেক্টর ব্যবহার করতে হবে। কারেকশনের পর ত্বকে ফাউন্ডেশন ব্যবহার করতে হবে। তারপর আই-ব্রো কালার করে নিতে হবে। আই শ্যাডোর জন্য পিঙ্ক কালার ব্যবহার করতে হবে। এবার একই কালার ব্যবহার করে ব্লাশ করে নিতে হবে। ব্লাশ করার কনসিলার ব্যবহার করতে হবে। তারপর কমপ্যাক্ট পাউডার ব্যবহার করে মেকআপ সেট করতে হবে। চোখের বর্ডার লাইন করার জন্য আইলাইনার ব্যবহার করতে হবে। এবার হাইলাইটার লাগিয়ে নিতে হবে। শেষে লিপস্টিক ব্যবহার করতে হবে।‌

এটা শেয়ার করতে পারো

...

Loading...