লেহেঙ্গার উপর শাড়ি ড্রেপ কীভাবে করবেন?কী ধরনের শাড়িতে এই স্টাইল বেশি সুবিধাজনক? লেহেঙ্গা স্টাইলে শাড়ি পরতে কি ক্যানক্যান জরুরি? টিপস দিলেন ডিজাইনার অঙ্কিতা গুপ্ত (Ankita Gupta, Designer)
বিয়ে বাড়ি, পার্টি বা গেটটুগেদার শাড়ি আর লেহেঙ্গা দুই এখন ট্রেন্ডে ইন। তার সঙ্গে ভীষণভাবে লেহেঙ্গা স্টাইলে শাড়ি, লেহেঙ্গার ওপর শাড়ি পরার ইউনিক স্টাইল নজর কাড়ছে ফ্যাশন ফিয়েস্তাদের।
ডিজাইনার অঙ্কিতা গুপ্ত জানিয়েছেন, লেহেঙ্গার সঙ্গে দোপাট্টা সাধারণভাবে ব্যবহার করা হয়। কিন্তু শাড়ির সঙ্গে লেহেঙ্গা এখন নতুন ট্রেন্ড। বিভিন্নভাবে বিভিন্ন স্টাইলে লেহেঙ্গা আর শাড়ির ড্রেপিং করা যায়। সিল্ক, ক্রেপ যে কোনও ধরনের শাড়িই লেহেঙ্গার সঙ্গে পরা যেতে পারে। তবে সিল্ক, বেনারসী ব্যবহার করলে সবচেয়ে ভাল। ক্যানক্যান ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন। যদি মনে হয় যে ক্যানক্যানের জন্য ফোলা লাগছে তাহলে ক্যানক্যান ছাড়াও পরতে পারে। লেহেঙ্গার লুক দিতে চাইলে ক্যানক্যান নিতে হবে। ব্লাউজ, সফট ক্যানক্যান দিয়ে খুব সহজে এই স্টাইল ট্রাই করা যায়। আগে ড্রেপ করে নিতে হবে। তারপর আঁচলের অংশ সেট করে ভালভাবে প্লিট করে নিতে হবে। ডানদিকের অংশ ঝুলিয়ে রাখুন। সাইড ড্রেপিং এখন ট্রেন্ডে ইন। শাড়ির আঁচল নট করেও নিতে পারেন। যে কোনও কালার প্যালেট ও কম্বিনেশন, মিক্স ম্যাচ ট্রাই করা যায়। কন্ট্রাস্ট কালার সবচেয়ে ভাল।