মেকআপ ছাড়া পার্টি-প্রোগ্রামে যাওয়ার কথা আজকাল অনেকেই ভাবতে পারে না। নিত্য নতুন মেকআপ ট্রেন্ডের সঙ্গে আসছে নতুন নতুন মেকআপ টুলসও। যার মধ্যে অন্যতম হল বিউটি ব্লেন্ডার। হাত দিয়ে মেকআপ করলে অনেক সময় মেকআপ উঠে যাওয়ার সম্ভবনা থাকে। তাই বিউটি ব্লেন্ডার ব্যবহার করা হয়। কিন্তু বিউটি ব্লেন্ডারের সঠিক ব্যবহার অনেকেই জানেন না। বিউটি ব্লেন্ডার ব্যবহার করে মেকআপ করার পদ্ধতি দেখিয়েছেন মেকআপ আর্টিস্ট মৌমিতা দত্ত।
মেকআপ আর্টিস্ট মৌমিতা দত্ত বলেছেন, প্রথমে হাত দিয়ে মেকআপ করা হত। কিন্তু হাত দিয়ে মেকআপ করলে অনেক সময় মেকআপ ত্বকে ভাল ভাবে বসে না। তাই জন্যে মেকআপ করার সময় বিউটি ব্লেন্ডার ব্যবহার করা হয়। তবে ব্লেন্ডার ব্যবহার করার আগে সব সময় জলে ভিজেয়ে নিতে হবে। তারপর স্কুইজ করে মেকআপ ব্যবহার করতে হবে। তবে মেকআপ করার পর অবশ্যই এই বিউটি ব্লেন্ডারটি ভালো করে ধুয়ে নিতে হবে।
বিউটি ব্লেন্ডার দিয়ে মেকআপ করার সময় ড্যাপিং পদ্ধতির মাধ্যমে মেকআপ ত্বকে লাগিয়ে নিতে হবে। তবে এই বিউটি ব্লেন্ডার বেশি দিন ব্যবহার করার এটি ফেটে যেতে পারে। তখন আর সেই বিউটি ব্লেন্ডার ব্যবহার করা যাবে না।
বিউটি ব্লেন্ডারের মাধ্যমে মেকআপ ব্যবহার করার পদ্ধতি দেখাতে চলেছেন মেকআপ আর্টিস্ট মৌমিতা দত্ত।
মেকআপের আগে অবশ্যই মডেলের ক্লিনজিং, টোনিং ও ময়েশ্চারাইজিং করে নিতে হবে। এরপর কনসিলিং করে নিতে হবে। এবার বিউটি ব্লেন্ডার ব্যবহার করে ত্বকের উপর ড্যাপ করে নিতে হবে। কনসিলারের পর ত্বকে ফাউন্ডেশন ব্যবহার করতে হবে। আর ত্বকে ফাউন্ডেশন লাগিয়ে নেওয়ার পর ব্লেন্ডারের মাধ্যমে ড্যাপ করতে হবে। বিউটি ব্লেন্ডারের মাধ্যমে খুব সহজেই এই ধরনের মেকআপ করে নেওয়া যায়। তাই মেকআপ কিটে অবশ্যই থাকুক বিউটি ব্লেন্ডার।