পেন বা পেনন্সিলের সাহায্যে হেয়ার স্টাইল করবেন কী করে?

হাতে শুধু মাত্র একটা পেন বা পেন্সিল। তাই দিয়েই আপনি হয়ে উঠতে পারেন যে কোনও জায়গার সেন্টার অফ অ্যাট্রাকশন।কীভাবে? পেন বা পেনন্সিল- এই দিয়েই চুলে বিভিন্ন ধরনের স্টাইল করা যায়। পেন-পেন্সিল দিয়ে বান বা খোঁপা, চীন ও জাপানে খুব জনপ্রিয়।

কিন্তু কীভাবে করবেন এই ধরনের স্টাইল? কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে খুব দ্রুত হেয়ার স্টাইল করব কীভাবে?

এই বিষয়ে বিশদে জানিয়েছেন মেকআপ আর্টিস্ট পাপিয়া ঘোষাল দাস।

মেকআপ আর্টিস্ট পাপিয়া ঘোষাল দাসের বলেছেন, এই ধরনের হেয়ার স্টাইল করতে হলে প্রথমে চুলটা সমানভাবে আঁচড়ে সাইড বরাবর দু'ভাগ করে নিতে হবে। এবার দু'দিকের চুল টুইস্ট করে মাথায় খোঁপা করে নিতে হবে। তার উপরে ফুল দিয়ে সাজাতে পারেন।

এবার পরের হেয়ার স্টাইল করার জন্য মাথার উপরের দিক থেকে চুল নিয়ে নীচের দিকে নামিয়ে ক্রিশক্রশ করে ক্লিপ দিয়ে আটকে দিতে হবে। এবার দুই সাইড থেকে চুল নিয়ে বিনুনির করে ক্লিপ দিয়ে আটকে দিতে হবে। শেষে দুটো গোলাপ লাগিয়ে নিলেই লুক রেডি হয়ে যাবে। এই হেয়ার স্টাইলের নাম মেসি হেয়ার বান।

পরের হেয়ার স্টাইলের জন্য শুধু মাত্র একটি ক্ল্যাচারের প্রয়োজন পড়বে। এবার পনি টেল করে নিয়ে তারপর চুল খোঁপার মতো করে বেঁধে নিতে হবে। তারপর ক্লিপ আটকে দিতে হবে যাতে চুল খুলে যাবে না। এবার লুক রেডি।এখানেও ফুল ব্যবহার করা যেতে পারে। পরবর্তী হেয়ার স্টাইলের লুকের জন্য আবার ক্ল্যাচার ব্যবহার করে চুলের পিছনে আটকে নিতে। তাহলেই লুক রেডি।

এবার পেনসিল দিয়ে হেয়ার স্টাইল করার জন্য চুল আঁচড়ে মাথার পিছনে এনে একটি পেনসিলের মাধ্যমে খোঁপা করে নিতে হবে। তাহলেই লুক রেডি। তবে চুলের স্টাইল করার আগে অবশ্যই প্রত্যেক দিন চুল ধুতে হবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...