প্যাচপ্যাচে গরম আর বৃষ্টির মরসুমে শাড়ির সঙ্গে ট্রেন্ডি ডিজাইনের ব্লাউজ কেমন হবে? কোন শাড়ির সঙ্গে কেমন ডিজাইনের ব্লাউজ ফ্যাশনে ইন? ব্লাউজের লেটেস্ট ট্রেন্ড নিয়ে টিপস দিলেন ফ্যাশন ডিজাইনার স্রোতস্বিনী মজুমদার (Srotoswinee Majumder, Fashion Designer)
স্রোতস্বিনী মজুমদার জানিয়েছেন, সামার স্পেশাল ব্লাউজ ডিজাইনে হেভি থাকে কিন্তু তার মেটিরিয়াল হয় সফট। যাতে লুকস হবে গর্জাস, কিন্তু গরমে ত্বকে অস্বস্তি হবে না। সঙ্গে শাড়ি রাখা হয় সিম্পল। যাতে ব্লাউজের 'হেভি' ব্যাপারটার সঙ্গে শাড়ি মানিয়ে যায়। কারণ গরমে খুব জমকালো সাজ ভাল লাগে না। ক্যারি করতেও অসুবিধা। চোখেও আরাম দেয় না। তাই শাড়ি ও ব্লাউজের মধ্যে ভারসাম্য থাকা দরকার। শিফন, অরগ্যানজা, স্যাটিনের মতো হালকা মেটিরিয়ালের আউটফিট স্পটলাইট করলে ভাল।
অনেকেই আছেন খোলামেলা, ডিপ ব্লাউজে স্বছন্দ নয়, সেক্ষেত্রে নেট দেওয়া পরা যেতে পারে। তবে যে কোনও পোশাকেই আত্মবিশ্বাস আসল, ব্লাউজের ক্ষেত্রেও একই কথা খাটে।
ব্লাউজ যদি খুব ওয়ার্ক করা হয়, জাঙ্ক মেটিরিয়াল থাকে তাহলে তার সঙ্গে ভারসাম্য আনার জন্য প্লেন শাড়ি সবচেয়ে ভাল অপশন। যদি কোনও পার্টি বা সেরকম ধরণের অনুষ্ঠান হয় তাহলে অল্প ভারী শাড়ি পরা যেতে পারে। তবে প্লেন ব্লাউজের সঙ্গে গর্জাস শাড়ি সব সময় ভাল লাগে না। প্লেন ব্লাউজের সঙ্গে পরতে হবে প্লেন শাড়ি তবে অবশ্যই শাড়ি হবে ইউনিক।
এখন ট্রেন্ডে ইন এক রঙের শাড়ি। লিনেন, মলমল, জর্জেট, শিফন নানা রকম মেটিরিয়াল হতে পারে। তার সঙ্গে ব্লাউজ হবে একটু গর্জাস আর কালারফুল। তাতে শাড়ির সৌন্দর্য আরও বেড়ে যায়। এখন ট্রেন্ডে ইন মাল্টিকালার ব্লাউজ। একাধিক রঙ থাকার কারণে একই ব্লাউজ অনেক শাড়ির সঙ্গে পরা যায়। শাড়ির স্টাইল বদলে নিলেই একেবারে নতুন।
ইন্দো ওয়েস্টার্ন স্টাইলে পরার জন্য স্ট্রাইপস, চেজ বোর্ডস চেকস, ববি প্রিন্টেড শাড়ি পরা যেতে পারে। ক্রপ টপস, হোল্টার টপ, রিপড টপস সেগুলো দিয়ে হাফ ড্রেপ করে জিন্স দিয়ে পরা যেতে পারে। লং টপ দিয়েও শাড়ি পরা হয়। তবে ট্রাডিশনাল শাড়ির থেকে ফ্যান্সি শাড়িই এক্ষেত্রে পরার জন্য আদর্শ।