ওরাল কন্ট্রাসেপটিভ কম্বাইন্ড পিল সম্পর্কে আছে নানা মিথ, সঠিক তথ্য আসলে কী?

ওরাল কন্ট্রাসেপটিভ কম্বাইন্ড পিল সম্পর্কে ছড়িয়ে আছে অনেক মিথ। কেউ বলেন ওজন বাড়ে। কেউ বলে্ন ক্যা্নসার হয় আবার কারুর মতে ওরাল কন্ট্রাসেপটিভ কম্বাইন্ড পিল ব্যবহার মানেই ত্বক ভরে যাবে ব্রণ অ্যাকনেতে। কিন্তু চিকিৎসকমহল বলছে ওরাল কন্ট্রাসেপটিভ কম্বাইন্ড পিল মহিলাদের বড় বন্ধু। সঠিক তথ্য আসলে কী?

সে সম্পর্কে জানালেন বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ অভিষেক ভদ্র (Dr Avishek Bhadra, Gynecologist)

ডাঃ অভিষেক ভদ্র জানিয়েছেন,

একটা পাতায় একুশটি ট্যাবলেটের ওরাল কন্ট্রাসেপটিভ কম্বাইন্ড পিল মেয়েদের সবচেয় বড় বন্ধু। ইস্ট্রোজেন এবং  প্রোজেস্টেরন দু’ধরনের হরমোন থাকে তাই এই পিলের ক্ষেত্রে ‘কম্বাইন্ড’ শবটি ব্যবহার করা হয়। মহিলাদের শরীরে এই দু’ধরনের হরমোন থাকে। মহিলাদের ঋতুচক্রকে নিয়ন্ত্রণ করে পিল।

ওরাল কন্ট্রাসেপটিভ কম্বাইন্ড পিল ব্যবহারে অনাকাঙ্খিত গর্ভ সঞ্চার রোধ করতে পারেন মহিলারা। চিকিৎসকদের মতে, এটিই সবচেয়ে কার্যকর উপায়ে প্রেগন্যান্সি আটকাতে পারে, যদি তবে সবটাই নির্ভর করছে বিশেষজ্ঞের পরামর্শ মেনে নিয়মিত ও সঠিক ব্যবহারের ওপর। কম্বাইনড পিলে সাফল্যের হার ৯৯.৯ শতাংশ।

পিল সম্পর্কে ছড়িয়ে আছে একাধিক ভুল ধারণা। যেমন এই পিল নিয়মিত ব্যবহার করলে পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে মাসিক ঋতুচক্রের সমস্যা হয়। ক্যানসারের সম্ভাবনা বেড়ে যায়। গর্ভধারণে সমজস্যা হতে পারে। কিন্তু এই সমস্ত ধারণার ঠিক নয়। বরং অনিয়মিত ঋতুস্রাব, অত্যাধিক রক্তপাত, হিমোগ্লোবিন কমে যাওয়ার মতো সমস্যা সেরে যায়।

এমনি পিল ব্যবহারে ওভারিয়ান ক্যানসার, কোলন ক্যানসার, ব্রেস্ট ক্যানসারের ঝুঁকি অনেকটা কমে যায়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...