জেনে নিন মেকআপ তোলার সহজ টিপস

''Makeup can make a woman look more beautiful at every age.”― Francois Nars

সারাদিন ঘর-গেরস্থালি সামলানো কোনও ঘর্মাক্ত গৃহবধূও দিনের শেষে সামান্য মেকআপে রূপসী হয়ে উঠতে পারেন। নারীদের ক্ষেত্রে রূপচর্চা এক বিশেষ দিক। গালে-মুখে সামান্য ব্লাশার আর চোখে আইলাইনার যে কোনও নারীকেই সুন্দরী ও ব্যক্তিত্বময়ী করে তুলতে বাধ্য। প্রত্যেক মহিলারই কখনো না কখনো ইচ্ছা হয়ই একটু সাজগোজ করার। তা যে বয়সই তাঁর হোক না কেন।

বিয়েবাড়ি অথবা পার্টিতে যাওয়ার জন্য গর্জিয়াস মেকআপ না করলে কি চলে? চড়া রূপচর্চার পর অনেকেই কিন্তু অনুষ্ঠান শেষে বাড়ি ফিরে  অসুবিধায় পড়েন। বুঝতে পারেন না, কেমন ভাবে মেকআপ তুললে ত্বকের ক্ষেত্রে তা ভাল। ভুলবশত অনেকেই তাড়াহুড়ো করে কাপড়ে জল দিয়ে সেই ভারী মেকআপ তুলতে গিয়ে নিয়ে আসেন আরও বিপত্তি। কারোর মুখ রঙে ভরে ওঠে, অথবা কারোর ঘষে ঘষে দ্রুত মেকআপ তুলতে গিয়ে মুখের ত্বক ক্ষতিগ্রস্থ হয়ে পড়ে। কেমন ভাবে ত্বকের যত্ন নিয়ে মেকআপ রিমুভ করতে হবে, এই প্রশ্ন অভিনেত্রী অনুজা রায়কে করা হলে তিনি জানান, মেকআপ তোলার ক্ষেত্রে অবশ্যই প্রথমে ক্লিনজার দিয়ে মুখ পরিস্কার করে নিয়ে ফেসওয়াশ দিয়ে ভাল করে তা ধুয়ে নিতে হবে। অযথা তাড়াহুড়ো না করাই শ্রেয়, এর ফলে মুখের ত্বক ক্ষতির সম্মুখীন হতে পারে। মেকআপ তুলতে সরাসরি ফেসওয়াশ প্রয়োগ কখনোই উচিত নয়। সেনসেটিভ স্কিনের জন্য অনুজা ক্লিনজিং অয়েল ব্যবহার করার কথা জানিয়েছেন। এছাড়াও তিনি ত্বক ভাল রাখতে হোম রেমেডি ব্যবহারের পরামর্শ দেন। দুধ-মধুর মিশ্রণে তৈরী প্যাক ত্বক ভীষণ ভাল রাখে, অনুজা নিজেও তা ব্যবহার করেন ত্বক উজ্জ্বল রাখার জন্য বলে জানান। জল ত্বকের জন্য বরাবরই খুবই ভাল। অনুজা গ্লোয়িং ত্বকের জন্য ভাল করে জল খাওয়ারও পরামর্শ দেন। ত্বকের সংক্রমণ থেকে মুক্তি পাওয়ার জন্য ব্যক্তিগত মেকআপ কিট সবসময় ব্যবহার করা উচিত বলে মনে করেন অনুজা।

সঠিক মেকআপ একজন নারীকে যেমন আত্মবিশ্বাসী করে তোলে তেমনই তাঁর মাধুর্য্য বাড়িয়ে দেয়। প্রয়োজন শুধু সঠিক ভাবে মেকআপ করবার। অনেকসময় চড়া মেকআপ কোনও মহিলাকে অপরূপা করে তুললেও, সেই রূপচর্চার প্রভাব ত্বকের অসম্ভব ক্ষতি করে ফেলতে পারে বলে মনে করেন অনেক বিউটিশিয়ান। যার জন্য উচিত স্বল্প মেকআপ কিন্তু সঠিক ভাবে তার ব্যবহার।

এটা শেয়ার করতে পারো

...

Loading...