মেকআপের পর কেন মুখ কালো হয়ে যায়? কীভাবে মেকআপ করলে বজায় থাকবে ত্বকের জেল্লা? মেকআপ করার সময় কোন কোন ভুল এড়িয়ে চলবেন? টিপস (Make Up Tips) দিলেন মেকআপ আর্টিস্ট রিঙ্কু সামন্ত (Rinku Samanta, Makeup Artist)
ঘাম, ধূলোয় মেকআপের পর মুখ কালো হয়ে যায়। সঠিকভাবে স্কিন পরিষ্কার না করতে পারা তার অন্যতম কারণ। ক্লিনজার দিয়ে পরিষ্কার করলেও পুরোটা পরিষ্কার হয় না। তাই তারপর ফেসওয়াশ ব্যবহার করলে ভালভাবে পরিষ্কার হয়। ফেসওয়াশের পর যদি পাতলা কাপড়ে বরফ জড়িয়ে মুখে দেওয়া হয় তাহলে মেকআপ থাকবে অনেক বেশি। ওপর থেকে মেকআপ করলেও ভিতর থেকে তরতাজা ভাব থাকতে হবে। জল আর ফল এই ব্যাপারে অব্যর্থ। মেকআপের আগে মুখে পাকা পেঁপে লাগিয়ে নিলে ভাল ফল দেয়। তবে ফ্রিজে রেখে ঠান্ডা করে মধু দিয়ে প্যাক বানিয়ে ব্যবহার করতে হবে। মুলতানি মাটি আর গোলাপ জল দিয়ে প্যাক বানিয়ে নেওয়া যায়।
আমরা গরমের দেশের মানুষ। মেকআপের আগে সানস্ক্রিন লাগাতে হবে। তার কয়েক মিনিট পর মূল মেকআপ করতে হবে। ব্লেন্ডিং খুব গুরুত্বপূর্ণ। তাড়াহুড়ো না করে ট্যাপট্যাপ করে লাগাতে হবে। গোলাপ জল টোনারের কাজ করে। মেকআপ করার আগে ঠান্ডা গোলাপ জল ব্যবহার করলে মেকআপ গলে যায় না।
মুখে টোনার লাগানোর পর সামান্য জল মিশিয়ে সানস্ক্রিন লাগাতে হবে। তার কিছু ক্ষণ পর বেস মেকআপ। ফাউন্ডেশনে একটু গোলাপ জল মিশিয়ে নিলে কালচে ভাবটা আসে না। তারপর কমপ্যাক্ট। ডার্ক সার্কেল ঢাকার জন্য অনেকে কনসিলার ব্যবহার করেন। কিন্তু সঠিকভাবে ব্যবহার করতে না পারলে মুখে ডার্কনেস দেখা দেয়।
মেকআপ ফিক্সার লাগানোর পরও অনেক সময় মেকআপ উঠে যায়। এক্ষেত্রে ময়েশ্চরাইজার লাগাতে হবে। অয়েলি স্কিন হলে জেল।