ছানি বা ক্যাটারাক্ট (Cataract) কেন হয়? চোখে ছানির সমস্যা কীভাবে চিনবেন, আগাম প্রতিরোধ কি সম্ভব? বিস্তারিত জানালেন বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাঃ সোমদত্ত প্রসাদ (Dr. Somdutt Prasad, Eye Surgeon)
বাংলায় ছানি, ইংরেজিতে ক্যাটারাক্ট, হিন্দিতে মোতিঁয়া।
ডাঃ সোমদত্ত প্রসাদ জানিয়েছেন, লেন্সের মাধ্যমে আলো গিয়ে রেটিনায় পড়ে, তবেই আমাদের চোখে ছবি ভেসে ওঠে আমরা দেখতে পাই। এই লেন্স যখন কোনও কারণে ক্ষতিগ্রস্থ হয়, অস্বচ্ছ হয়ে পড়ে তখন চোখের দৃষ্টিশক্তি কমে আসে। বয়স হলে দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে পড়া চেনা সমস্যা। নি চোখের এমন এক রোগ, যাতে চোখের লেন্স ধীরে ধীরে ঘোলা বা অস্বচ্ছ হতে শুরু করে। চোখের লেন্স ঘোলা হয়ে যাওয়ার এ সমস্যাকে বলে ক্যাটারেক্ট। এ কারণে লেন্সের প্রোটিন বা ক্রিস্টালিনের গঠন নষ্ট হয়ে যায়। ফলে দৃষ্টিশক্তি কমে আসে।
প্রথম দিকে মূলত রাতে, পরে সব ধরনের দেখাতেই সমস্যা হয়। ছানির প্রধান লক্ষণ দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে পড়া। সাধারণত ৫০-৬০ বছর বয়সের পর থেকেই চোখে ছানির সমস্যা দেখা দেয়। ডায়াবেটিস থাকলে কম বয়সে ছানির ঝুঁকি আসে। এছাড়া সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে চোখের লেন্স ঝাপসা হয়ে যেতে পারে।
ছানির আগাম প্রতিরোধ মুস্কিল। তাই দৃষ্টিশক্তির সমস্যা দেখা দিলেই চক্ষু পরীক্ষা করাতে হবে, তবে যাদের ডায়েবেটিস আছে তাদের নিয়মিত পরীক্ষা দরকার। রোদে বেরলে রোদ যশমা ব্যবহার করতে হবে। চোখের দৃষ্টিশক্তি ভাল রাখতে প্রচুর শাকসবজি, গাজর, টম্যাটো খাওয়া উচিত।
আগে মনে করা হত ছানি পাকলে তবেই অস্ত্রপ্রচার। এখন এই ধারণা বদলেছে। ছানির সমস্যা থাকলে তা দূর করতে যে কোনও সময়েই অস্ত্রপ্রচার করা যায়। বরং দেরি করলে ঝুঁকি বাড়ে।